ভার্সিটির প্রেজেন্টেশন: মুখের কথা বনাম মনের কথা

২৩৮৫ পঠিত ... ০০:০৮, সেপ্টেম্বর ২০, ২০২০

বিশ্ববিদ্যালয় জীবনে সবাইকে প্রেজেন্টেশন দিতে হয়। বিশেষ করে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের। প্রেজেন্টেশনে স্টুডেন্টদের মুখের কথা তো আমরা শুনি। টিচারদের কথাও শুনি। কিন্তু তখন তাদের মনের ভেতরে কী কথা চলতে থাকে? জানার চেষ্টা করেছে eআরকির প্রেজেন্টেশন দিতে দিতে প্যারা খেয়ে যাওয়া আইডিয়াবাজদের দল।



১#
মুখের কথা: স্যার, আমি টিম লিডার। টিমের অন্যান্য সদস্যরা আমাকে অনেক সাহায্য করেছে। আমরা গত কয়েকদিন টানা পরিশ্রমের পর এই প্রেজেন্টেশন স্লাইডটি দাঁড় করিয়েছি
মনের কথা: স্যার, একটা হারামিও আমাকে ঠিকমত সাহায্য করে নাই। টিম লিডার বানিয়ে সব কাজ আমার উপর চাপিয়ে দিয়েছে। সব কয়টা শীর্ষ পর্যায়ের হারামি। টানা পরিশ্রমের কথা সম্পূর্ণ ভুয়া। গতকাল রাতে বসে এক রাতে সব কাজ খতম কইরা ফেলছি।

২#
টিচার: আর ইউ নার্ভাস মি.রিপন?

মুখের কথা: নো নো স্যার। ইটস ওকে।
মনের কথা: ম্যাম, নার্ভাস সেইটা সমস্যা না, যে হারে পা কাঁপতেছে, পায়ের কাপুনিতে পাশের টেবিলটা ভাইঙ্গা পড়ে কিনা সেইটা নিয়ে আরও নার্ভাস হইতেছি... 

৩#
মুখের কথা: ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। হোপ ইউ গাইজ উইল এনজয় দ্য প্রেজেন্টেশন।
মনের কথা: ভাই রে এনজয় কর না কর, প্রেজেন্টেশন শেষে তালি দিস রে ভাই। বন্ধুর মান-ইজ্জত রাখিস।

৪#
মুখের কথা: ধন্যবাদ রিপন। তোমার সুন্দর প্রেজেন্টশনের জন্য। আমি তৌহিদ....
মনের কথা: যে একখান প্রেজেন্টেশন দিলা, পুরাটা যে ধৈর্য ধরে দেখতে পারছি এটাই বিশাল ব্যাপার!

৫#
মুখের কথা: আপনাদের কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা খুশি মনে উত্তর দেব।
মনের কথা: শুধু একটা প্রশ্ন করে দেখ। তোদের গ্রুপ আসবে না? প্রশ্ন করে উড়ায় দিমু! এমন প্রশ্ন করমু গুগলেও উত্তর খুঁজে পাবি না। চউক্ষে আন্ধার দেখবি।

৬#
মুখের কথা: আপনার প্রশ্নটি খুবই যৌক্তিক। এরকম একটি সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ।
মনের কথা: পন্ডিত আইছে! তাহার প্রশ্ন না করতে পারলে মন খচখচ করে। তুমি পন্ডিত আসবা তো প্রেজেন্টেশন দিতে? দেখায় দিব কত ধানে কত চাল।

৭#
: স্যরি। আমি উত্তরটি বুঝতে পারিনি।

মুখের কথা: ওকে। নো প্রব্লেম। আমরা আবার উত্তর ব্যাখ্যা করছি।
মনের কথা: বুঝতে পারোস নাই তো বসে থাক হারাম**! আবার দাঁত কেলিয়ে বলে বুঝতে পারিনি। তোরে ক্লাসের পরে দেখতেছি...

৮#
মুখের কথা: আপনার প্রশ্নটি পরিষ্কার না, আরেকবার বলবেন?
মনের কথা: আমার কোনো ধারণাই নাই এই সম্পর্কে, আরেকবার প্রশ্ন কত, ভাবার জন্য আরেকটু সময় নেই...

৯#
: ওকে। আপনারা সিটে গিয়ে বসুন।
মুখের কথা: থ্যাংকস স্যার।
মনের কথা: বাঁচলাম!

 

২৩৮৫ পঠিত ... ০০:০৮, সেপ্টেম্বর ২০, ২০২০

Top