খুলছে স্কুল-কলেজ ভার্সিটি, যে ১০টি পূর্বপ্রস্তুতি সেরে ফেলবেন

৮৫৫ পঠিত ... ১৪:২৫, সেপ্টেম্বর ০৪, ২০২১

KHULCHE SCHOOL COLlege

১# প্রথমেই মনে করার চেষ্টা করুন আপনি কোথায় পড়তেন? কোন স্কুল, কলেজ কিংবা ভার্সিটি৷ একান্তই মনে না পড়লে ফেসবুক মেমোরির শরণাপন্ন হতে পারেন৷ অনেকের ইউনিফর্মে স্কুলের নাম লেখা থাকে, ইউনিফর্ম খুঁজেও দেখে নিতে পারেন৷

২# গুগল ম্যাপ থেকে স্কুলের লোকেশন, বাসা থেকে যাওয়ার ডিরেকশনসহ অন্যান্য বিষয়াদি দেখে নেবেন। প্রয়োজনে একবার রেকি করেও আসতে পারেন৷

৩# ক্লাসরুম, ডিপার্টমেন্ট, রোল ইত্যাদি আগে থেকেই জেনে নিন। বন্ধুদের জিজ্ঞেস করার চেয়ে স্কুলে চলে যাওয়াই ভালো, কারণ বন্ধুদেরও না জানার সম্ভাবনাই বেশি৷

৪# ইউনিফর্ম পরার মতো আছে কিনা চেক করুন, কারণ এতদিন নিশ্চয়ই ছোট বা টাইট হয়ে যাওয়ার কথা৷ স্কুল/কলেজ খোলার আগে নতুন বানিয়ে নিন৷ ভার্সিটি স্টুডেন্টরা চেক করে দেখুন টিশার্ট/স্যান্ডো গেঞ্জির ভিড়ে ভার্সিটি যাওয়ার উপযোগী পোশাক আছে কিনা।

৫# বইপত্র খোঁজার জন্য অন্তত দুই দিন হাতে রাখুন। তাও কিছু বই পাবেন না। ওগুলো কিনে নিন। আর বইপত্র থেকে ধুলাবালি ঝাড়ার সময় অবশ্যই মাস্ক পরে নিবেন।

৬# প্রথমদিন স্কুলে যাওয়ার সময় সাথে করে বাড়ির বড় কাউকে নিয়ে যান। নতুবা হারিয়ে যেতে পারেন।

৭# স্কুল/কলেজে গিয়ে ভয় পাবেন না। গাছগাছালি, লতাপাতা, সাপ, বিচ্ছু থাকলেও মনে রাখবেন ওটা আপনারই স্কুল, কোন হাজার বছর পুরোনো পরিত্যক্ত স্থাপনা নয়৷

৮# জামা পরার সময় মনে করে প্যান্টও পরবেন। মনে রাখবেন, আপনি স্কুলে যাচ্ছেন, জুম কলে না যে ট্রাইজার, শর্টস কিংবা লুঙ্গি পরেই চলে যাবেন।

৯# ক্লাসরুমের বেঞ্চে দুটা অংশ থাকে। তুলনামূলক উঁচুটায় বসতে হয় আর নিচুটাতে বই রাখতে হয় (নাকি ভুল বললাম? মনে পড়ছে না)। এ ধরনের ছোটখাটো নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবেন।

১০# জুম কলে মিউট করে বা ক্যামেরা বন্ধ করে গালিগালাজ, নাচ গান কিংবা ঘুমিয়ে যাওয়ার সিস্টেম থাকলেও ক্লাসরুমে এগুলো করা যায় না৷ সুতরাং এখন থেকেই মন শক্ত করুন৷

৮৫৫ পঠিত ... ১৪:২৫, সেপ্টেম্বর ০৪, ২০২১

Top