এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, এবার এডমিশনের পালা। এডমিশনের এই সময়ে আপনার পরামর্শই হতে পারে ওদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়া পরামর্শ। আসুন দেখে নেই কী পরামর্শ দেবেন না, থুক্কু! দেবেন।
১#
সাইন্স নিবা কিন্তু তুমি। সাইন্স অনেক ইজি, যারা পারে না ওরাই কঠিন কঠিন বলে।
২#
ইন্টারের পাশাপাশি লাইফের একটা গোল সেট করে আইএলটিএস করে নাও। কানাডা যাবা না?
৩#
আরেহ, কলেজে উঠলে খালি চিল আর চিল। ক্লাস করতে হয় না, সারাদিন ঘুরে বেড়াবা।
৪#
এই যে ভাইয়া কলেজে উঠলা না, এখন দেখবা চারপাশে শুধু প্রেম আর প্রেম।
৫#
এখন তো দূরে দূরে ট্যুর দিতে পারবা কেউ কিছু বলবে না। কলেজ থেকে কত জায়গায় ট্যুরে নিয়ে যাবে শুধু দেখবা।
৬#
কলেজে উঠছো এখন হোস্টেলে থাকতে পারবা। হোস্টেলে থাকলে জীবনে কোনো প্যারা থাকে না। বন্ধুদের নিয়ে খালি ঘুরাঘুরি করবা।
৭#
এক্সাম নিয়ে আর প্যারা খেতে হবে না। দুই একটা সাবজেক্টে ফেইল করলেও সমস্যা নাই কারণ, কলেজ লাইফে সবাই দুই একবার ফেইল করে।
৮#
কলেজে উঠে এসব অ্যাসাইনমেন্ট ফ্যাসাইনমেন্ট করা লাগে না। স্কুলে যা করার করছো এখন আর কিচ্ছু করা লাগবে না।
৯#
কত সিনিয়রদের সাথে দেখবা কথা হচ্ছে। ভালো সম্পর্ক হচ্ছে। আগে ব্যাচমেটই পটাইতে পারতা না, এখন সিনিয়রও পটাতে পারবা।