লেখা: আজাহার উদ্দিন অনিক
ধরেন আপনার বাসায় চুরি হইল, চুরি করার সময় হাতেনাতে চোর ধরা পড়ল, ধরা পড়ার পরে টের পাইলেন যে চোর আপনার অনেক বছরের বন্ধু।
এরপরে আপনি থানায় মামলা করলেন আর ফেসবুকে পোস্ট দিয়ে জানাইলেন যে এতদিনের পরিচিত মানুষ কীভাবে চুরি করল আপনার কাছ থেকে!
এরপরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব পরিচিত অপরিচিত মানুষজন এসে আপনারে বলা শুরু করল,
১# আপনার বাসায় এত দামি ল্যাপটপ আর মোবাইল কেন ছিল?
২# আপনার বন্ধুকে কেন আপনি দেখাইছেন যে আপনার দামি ল্যাপটপ আর মোবাইল আছে? লুকায়ে রাখতে পারতেন না? এত দামি ম্যাকবুক আর আইফোন দেখলে কারো মাথা ঠিক থাকে?
৩# আপনার বন্ধু তো নাকি মাঝে মাঝে আপনার সাথে রিকশায় যাওয়ার সময় রিকশাভাড়া দিয়ে দিতো শুনলাম, আপনি কি ভাবছিলেন আপনার বন্ধুর এর বিনিময়ে কোনো এক্সপেক্টেশন নাই?
৪# বন্ধু তো ধরা পড়ার পরে মাফ চাইছে আপনার কাছে, এরপরেও কেন অভিযোগ দিলেন? নিশ্চয়ই আপনার ভাইরাল হওয়ার ইচ্ছা আছে! শালা এটেনশনসিকার!
৫# আপনি তো বন্ধুকে বিশ্বাস করে আগে কয়েকবার তার ব্যাগে ম্যাকবুক আর আইফোন রাখসিলেন, এখন বন্ধু নিজে থেকে ঐগুলা ব্যাগে ঢুকায়ে নিলেই দোষ?
৬# ম্যাকবুক আর আইফোন যারা কিনে তাদের সবারই আসলে চরিত্র খারাপ। তাদের সাথে এমনই হওয়া উচিৎ। নোকিয়ার ফোন যারা চালায় তাদের সাথে তো কখনও এমন হয় না!
৭# আপনি নাকি আগে অন্য এক বন্ধুর ল্যাপটপ থেকে নিজের মেইলে লগ ইন করছিলেন? আপনি আপনার ফ্রেন্ডের ল্যাপটপ ইউজ করলে সমস্যা নাই কিন্তু অন্য কেউ আপনার ল্যাপটপ চুরি করলেই দোষ?
৮# আপনার যেভাবে দামি জিনিসপত্র সবাইকে দেখান, বন্ধু যে শুধু ম্যাকবুক আর আইফোন চুরি করছে সবকিছু চুরি না করে এইটাই অনেক!
৯# অন্য কারো ম্যাকবুক আর আইফোন তো চুরি হয় নাই। আপনারটা কেন চুরি করলো আপনার বন্ধু? আপনি কি লোভ দেখাইছিলেন বন্ধুকে?
১০# আপনার বন্ধুর সাথে আপনি আপনার ল্যাপটপে কেন ফিফা খেলছিলেন? ফিফা খেলে ল্যাপটপের এত ফাস্ট এক্সপেরিয়েন্স না দেখাইলে তো সে চুরি করতে চাইতো না। তাকে ফিফা খেলার পারমিশন দিয়ে লোভ দেখাবেন কিন্তু ল্যাপটপ চুরি করলেই দোষ?
ফিফা তো মানুষ কাউকে নিজের ল্যাপটপে খেলতে দেয় শুধু তাকে ল্যাপটপটা দিয়ে দেয়ার আগে!
১১# আপনি বন্ধুর নাগালের ভেতরে কেন ম্যাকবুক আর আইফোন রাখছেন? আপনি কি জানেন না যে ম্যাকবুক আর আইফোন এভাবে হাতের কাছে থাকলে সেটা চুরি করতে চাওয়াটাই সবচাইতে বেশি ন্যাচারাল জিনিস?
১২# ভাই সব অ্যাাপল ইউজারই একইরকম। সেইদিনও আমি একজনকে দেখলাম অ্যাাপল ওয়াচ হাতে দিয়ে হাঁটতেছে এমনভাবে যে দেখলেই কারও চুরি করতে ইচ্ছা করবে। বলেন দোষটা আসলে কার?
১৩# আপনি নাকি আপনার বন্ধুর সাথে ঐ ম্যাকবুকে নেটফ্লিক্সে চুরিচামারির উপরে একটা ডকুমেন্টারি দেখে সেটা নিয়ে আলোচনা করছেন?
চুরি নিয়ে আলোচনা করলে কোনো দোষ নাই, খালি চুরি করলেই দোষ?
১৪# আইফোন ইউজার আর অ্যান্ড্রয়েড ইউজারদের ফ্রি মিক্সিং হইলে এমনই হবে।
১৫# আপনি ভিকটিম বুঝলাম, কিন্তু আপনি যে পারমিশন ছাড়া বন্ধুকে ম্যাকবুক আর আইফোন দেখায়ে তার মধ্যে চুরির ইচ্ছা জাগায়ে তুললেন, সেইদিক থেকে আপনার বন্ধুও ভিকটিম না?
আপনি পারমিশন ছাড়া ম্যাকবুক আর আইফোন দেখাইলে দোষ নাই, দোষ শুধু পারমিশন ছাড়া ঐগুলা নিয়ে নিলে?
১৬# একই রুমে আপনার বন্ধু আর ম্যাকবুক থাকলে এমনকিছু হওয়াই স্বাভাবিক। আপনার মত যেসব মানুষ বন্ধুদের সাথে একইরুমে ম্যাকবুক রাখে তারাই আসল দোষী।
১৭# অন্য কোন আইফোন ইউজার তো একা কোন এন্ড্রয়েড ইউজারের সাথে ঘুরে নাই, তাই তাদের আইফোন চুরিও হয় নাই। দোষ আসলে আপনারই।
১৮# আপনি নাকি উনার অ্যান্ড্রয়েড ফোনের ঠিক পাশেই আপনার আইফোন রাখছিলেন? অন্য কারও এত কাছে আইফোন রাখা আর তাকে আইফোন নেয়ার পারমিশন দিয়ে দেয়া তো একই কথা!
১৯# আপনি নাকি সবার সামনে আইফোন দিয়ে ছবি তুলতেছিলেন?
২০# আপনি নাকি সবার সামনে ফ্রেন্ডদেরকে বলছেন আপনার পছন্দের সিরিজ "Money Heist"?
এইভাবে সবার সামনে বলবেন আপনার পছন্দের সিরিজ চুরি করা নিয়ে, আর সেইটা শুনে কেউ আপনার কাছ থেকে চুরি করলেই দোষ?
..............................
..............................
৪৯৯# আপনি নাকি আপনার অন্য ফ্রেন্ডদেরকেও ল্যাপটপে ফিফা খেলতে বাধ্য করছিলেন বাসায় ডেকে এনে তারা না চাইলেও?
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন