বিশ্বখ্যাত দার্শনিক ও ভাষাবিদ নোয়াম চমস্কি একসময় Manufacturing Consent বইয়ে বিশ্বজুড়ে মিডিয়ার প্রোপাগান্ডার চরিত্র উন্মোচন করেছিলেন। এবার তিনি আরও এক ধাপ এগিয়ে, ইন্ডিয়ান মিডিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে নতুন বই লিখতে অনুপ্রাণিত হয়েছেন, যার নাম হতে পারে Manipulating Content। ইন্ডিয়ান মিডিয়ার চটকদার রিপোর্টিং দেখে চমস্কি নাকি এতটাই মুগ্ধ হয়েছেন যে, তিনি তাদের ধন্যবাদ জানিয়ে একটি খোলা চিঠি লেখার কথা ভাবছেন। সেই চিঠির শিরোনাম হতে পারে, প্রোপাগান্ডার জগতে নতুন দিগন্তের সন্ধান; ধন্যবাদ ইন্ডিয়ান মিডিয়া।
চমস্কির বইয়ের সম্ভাব্য অধ্যায়গুলো
১। প্রতিবেশীকে শত্রু বানানোর কলাকৌশল
ইন্ডিয়ান মিডিয়া কীভাবে বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশকে হঠাৎ করে শত্রু হিসেবে তুলে ধরতে সক্ষম হলো, সেটাই হবে এই অধ্যায়ের মূল বিষয়।
২। ভার্চুয়াল বিপ্লবের বুনিয়াদ
গণঅভ্যুত্থান নিয়ে জোরদার রিপোর্ট বানানোর সময় ইন্ডিয়ান মিডিয়া কীভাবে ভুল ভিডিও ক্লিপ আর ফেক স্ক্রিপ্ট ব্যবহার করেছে, তা নিয়ে বিস্তারিত। চমস্কি নাকি মজা করে বলেছেন, ইন্ডিয়ান মিডিয়া শুধু খবর বানায় না, তারা রীতিমতো 'ফ্যান্টাসি জেনারেট’ করে।
৩। প্রোপাগান্ডার ওপারে
ইন্ডিয়ান মিডিয়া কীভাবে খরগোশকে ডাইনোসর বানায় এবং নিজ দর্শকদেরও সেটি বিশ্বাস করাতে সক্ষম হয়। এক সূত্র মতে, চমস্কি এই অধ্যায়ে ‘ইন্ডিয়ান নিউজে গ্রাফিক্স এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিপ্লব’ নিয়ে গবেষণা করবেন।
নোয়াম চমস্কির নতুন বইয়ের গুঞ্জনে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। টুইটারে একজন মজা করে বলেছেন, Manipulating Content তো ঠিক আছে, তবে ইন্ডিয়ান মিডিয়া আসলে নোবেল পাওয়ার যোগ্য, প্রোপাগান্ডা সাহিত্য রচনায়। আরেকজন লিখেছেন, চমস্কি সাহেবকে পরামর্শ দিচ্ছি, ইন্ডিয়ান মিডিয়ার কাজ দেখে একটা সিনেমার স্ক্রিপ্টও লিখে ফেলুন। নাম রাখবেন 'Breaking News: The Alternate Reality'। এদিকে, ইন্ডিয়ান মিডিয়া বিষয়টি নিয়ে দারুণ খুশি। এক শীর্ষস্থানীয় নিউজ চ্যানেলের উপস্থাপক আমাদের বলেছেন, আমাদের কাজ চমস্কির মতো দার্শনিককেও অনুপ্রাণিত করছে—এটাই আমাদের সাফল্য। থাকবে না পৃথিবীতে ইন্ডিয়ান মিডিয়া ছাড়া আর কিছু থাকবে না।
চমস্কির Manipulating Content বইটি প্রকাশিত হলে আশা করা যায়, এটি সারা দুনিয়ার পাঠকদের মাঝে আলোড়ন তুলবে। তবে চমস্কি আশা করছেন বই প্রকাশের আগেই ইন্ডিয়ান মিডিয়া নিশ্চিতভাবে এই নিয়ে নতুন প্রোপাগান্ডা শুরু করবে যা বইটির জন্য ফ্রি মার্কেটিংয়ের কাজ করে দেবে। যেমন, চমস্কির বইয়ের পেছনে চীনের হাত! কিংবা চমস্কি আসলে পাকিস্তানের গুপ্তচর!
তাহলে প্রস্তুত হন, কারণ নোয়াম চমস্কি আসছেন নতুন এক মিশনে—ইন্ডিয়ান মিডিয়ার ‘মহাকাব্যিক প্রোপাগান্ডা’ রিপোর্টিংয়ের স্বরূপ তুলে ধরতে।