হুডি পরার দিন ঠিক করে দেয়ার জন্য বৈঠক করছে জাতীয় চাঁদ দেখা কমিটি

৭৮ পঠিত ... ১৭:৫২, নভেম্বর ০৪, ২০২৪

23

শীত প্রায় চলেই এসেছে। সকাল হলেই কুয়াশা দেখা যায়, রাতে কাঁথা গায়ে দিয়ে ফ্যান ছেড়ে ঘুমাচ্ছি অনেকেই। রাতগুলোও কেমন যেন লম্বা লম্বা লাগছে। বোঝাই যাচ্ছে, শীত আমাদের দরজার সামনে দাঁড়িয়ে। সবাই এখন শীতের পোষাক নিয়ে চিন্তিত, বিশেষ করে তরুণদের চিন্তার অন্ত নেই—কবে থেকে হুডি জ্যাকেট গায়ে জড়ানো যায়?

অবস্থা এমন দাঁড়িয়েছে, শীত লাগছে তো ঠিকই, কিন্তু কেউই হুডি পরার সাহস পাচ্ছে না। একা একা হুডি পরে বের হলে বন্ধু-বান্ধবরা হাসাহাসি করবে! হাজারো তরুণ তাই শীতের শীত অনুভূতি নিয়ে অপেক্ষা করছে, কখন চারপাশের সবার সাথে, একযোগে হুডি পরে বের হওয়া যাবে।

আমাদের এক সংবাদদাতা বিষয়টি নিয়ে তার নিজের মনের সাথে আলাপ করলেন। আমার হুডি পরতে এত দ্বিধা লাগছে কেন? তার মন একটু মুচকি হেসে জবাব দিল, আজ যদি তুই হুডি পরে বের হোস, তাহলে তোর দিকে তাকিয়ে হাসাহাসি করবে হাজারও মানুষ। হাসির পাত্র হতে চাস নাকি?

এই তরুণদের কথা বিবেচনা করেই, জাতীয় চাঁদ দেখা কমিটি বসেছে এক বিশেষ চাঁদ দেখা বৈঠকে। আলোচনার বিষয় একটাই—কবে থেকে হুডি পরা শুরু করা যাবে। আকাশে নতুন চাঁদ ঠিকঠাক দেখা দিলেই একটি দিন ঘোষণা করে দেবে তারা, আর সেদিন থেকেই শুরু হবে 'হুডি উৎসব'! হুডি পরে বের হওয়ার সেই কাঙ্ক্ষিত দিনে সবাই একযোগে গায়ে হুডি চাপিয়ে বের হবে।

এ বিষয়ে চাঁদ দেখা কমিটির মুখপাত্র জানিয়েছেন, তারা পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে আকাশে মেঘলা আবহাওয়া আর নতুন চাঁদ থাকায় দিনক্ষণ ঠিক করতে একটু দেরি হচ্ছে। তবে নিশ্চয়ই শিগগিরই ঘোষণা আসবে।

অন্যদিকে, এই ঘোষণা নিয়ে উৎসাহিত কেবল তরুণরাই নয়, হুডি বিক্রেতারাও মুখিয়ে আছেন। চাঁদ দেখা কমিটি যেদিন হুডি পরার তারিখ ঘোষণা করবে, সেদিনই তারা বড় আয়োজন করবে। শীতের শীতল বাতাসে সবাই হুডি পরবে, আর সেই দিনটি স্মরণীয় হয়ে থাকবে সকলের জন্য!

 

৭৮ পঠিত ... ১৭:৫২, নভেম্বর ০৪, ২০২৪

Top