এক ট্যুরিস্ট সাথে ট্যুর গাইড নিয়ে দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে মায়া সভ্যতার প্রাচীন নিদর্শন দেখতে বেরিয়েছে।
মায়া সভ্যতার বিশাল প্রাচীন নগরী দেখতে দেখতে তারা এসে দাঁড়িয়েছিল একটি প্রাচীন মন্দিরের সামনে। ট্যুর গাইড মন্দিরটির বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়ে যাচ্ছিল। সাথে সাথে সে এও জানাল যে, মন্দিরটির প্রত্নতাত্ত্বিক খনন কাজ এখনো শেষ হয়নি। খনন কাজ এখনো চলছে এবং প্রতিনিয়ত নতুন কিছু পাওয়া যাচ্ছে।
হঠাৎ ট্যুরিস্ট মশায়ের প্রশ্ন, ‘মন্দিরটির বয়স কত? কত পুরনো এটা?’ ট্যুর অপারেটর কিছুক্ষণ চিন্তা করে বলল, ‘এটা ১৫০৩ বছর সাত মাস পুরনো!’
এত নিখুঁত হিসাব শুনে ট্যুরিস্ট অভিভূত হয়ে জিজ্ঞাসা করল, ‘আপনি এত নিখুঁত হিসাব কিভাবে নিচ্ছেন?’
ট্যুর অপারেটরের স্মার্ট উত্তর, ‘প্রত্নতত্ত্ববিদরা তিন বছর সাত মাস আগে বলেছেন যে মায়া সভ্যতার এই নিদর্শন ১৫০০ বছর পুরনো।’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন