বিয়ে করলে মেট্রোরেলের পিলারকেই করব

২৭৬ পঠিত ... ১৮:০৩, মে ১৫, ২০২৪

47cec01c-a691-493c-9d51-cee0110fb341

মেট্রোরেলের পিলারকে বিয়ে করতে চান মিরপুরের মনির। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বিয়েই বেছে নিয়েছেন তিনি। তাও, স্বেচ্ছায়। তার এমন ভালোবাসার কথা শুনে আমাদের অবিবাহিত প্রতিবেদক ছুটে গিয়েছিল তার কাছে।

প্র: বিয়ে করবেন ভালো কথা। কিন্তু, মেয়ে থাকতে মেট্রোরেলের পিলারকে কেন?

মনির: মেট্রোরেলের পিলার আমার আলাদা ইমোশন, অন্যরকম ভালোবাসা। পিলারের সাথে যে অ্যাটাচমেন্ট হয়েছে সেটা কোনো মেয়ের সাথে হয়নি।

প্র: কেমন অ্যাটাচমেন্ট বলছেন আপনি?

মনির: এই পিলার দেখে দেখেই আমার দিন কাটে। সকালে অফিসে যাওয়ার আগে তাকে একবার জড়িয়ে ধরি, সন্ধ্যায় ফেরার আগে আরেকবার। অফিসের বারান্দাতে চা-বিড়ির ব্রেক নিলে তার দিকে তাকিয়ে থাকি। রাতে উদাস লাগলে বারান্দায় এসে তাকে দেখি। আর কী অ্যাটাচমেন্ট লাগবে?

প্র: ঠিক আছে মেনে নিলাম। কিন্তু, এই বউ তো আপনি ঘরে তুলতে পারবেন না।

মনির: এটাই তো! এই বউ কথা বলে না, শপিং করে না, মেক আপ করে না, এই বউয়ের থেকে আরামের বউ আর পাব নাকি? আমার মনে হয় প্রতিটা মিরপুরবাসী এমনকি ঢাকাবাসীর উচিত মেট্রোরেলের প্রতিটা পিলারকে বিয়ে করা।

তার এমন বক্তব্য শুনে আমাদের অবিবাহিত প্রতিবেদক তক্ষুণি পালালেন। তাকে যদি ধরে বেঁধে মেট্রোরেলের পিলারকে বিয়ে করতে বলে তাহলে কী হবে!

২৭৬ পঠিত ... ১৮:০৩, মে ১৫, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top