শীতের …দনে সোজা হয়ে দাঁড়ানোটা মোটামুটি দায় হয়ে দাঁড়িয়েছে দেশবাসীর জন্য, শীতের এমন পরিস্থিতিতেই দেশে দেখা মিলছে পেঙ্গুইনদেরও। এখানকার শীত কেমন লাগছে জানতে এই পেঙ্গুইন ভাইকে পাকড়াও করা হলে তিনি প্রথমে পালানোর চেষ্টা করলেও পরে কথা বলতে রাজি হন
প্রতিবেদক: ভাই পালাতে চাচ্ছিলেন কেন?
পেঙ্গুইন সমাজের রিয়াজ: আপনাদের তো ঠিক নাই, রাশিয়া থেকে আসা পরিযায়ী পাখি খেয়ে ফেলেন! আমাকে ছাড়বেন নাকি?
প্রতিবেদক: না ভয়ের কিছু নাই, এখনও পেঙ্গুইন খাওয়াটা রপ্ত করে উঠতে পারেনি বাঙালিরা। তা আপনারা বরফের দেশের জনগণ এখানে আসলেন কেন?
পেঙ্গুইন সমাজের রিয়াজ: বরফ আর রাখলেন কই আপনারা? ভাবলাম আপনাদের শীতটাও দেখে যাই। প্রথমে তেমন আশা না থাকলেও এসে দেখলাম শীত বেশ তেব্র এখানে, দাঁড়াতে বেশ কষ্ট হচ্ছে।
প্রতিবেদক: এখানকার শীত কি আপনাদের এলাকার তুলনায় বেশি না কম?
পেঙ্গুইন সমাজের রিয়াজ: এখানকার রাস্তাগুলো ইউরোপের মতো হলেও শীত পুরা অ্যান্টার্কটিকার মতো।
প্রতিবেদক: বাহ! আপনারও মনে হয় এখানকার রাস্তা ইউরোপের মতো?
পেঙ্গুইন সমাজের রিয়াজ: মনে হওয়াটাই স্বাভাবিক। আমি তো আর ইউরোপ যাই নাই, যেহেতু আপনাদের তেলচিত্রশিল্পী রিয়াজ ভাই বলেছেন মেনে নিতেই হবে। উনি আমার আইডল, আমাদের দেশে আমাকে পেঙ্গুইন সমাজের রিয়াজও বলা হয়।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন