লক্ষীপুর ৩ উপ নির্বাচনে ৫৭ সেকেন্ডে ৪৩ টি ভোট দিয়েছেন এক ব্যক্তি। খোঁজ নিয়ে জানা গেছে, এই ব্যক্তির নাম আজাদ হোসেন। তিনি একজন সাবেক ছাত্রনেতা। নির্বাচনের দিন তিনি একাই ৪৩টি ভোট দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এইসব সমালোচনায় নিজের হতাশার কথা জানিয়েছেন এই ব্যক্তি। এত কষ্ট করে ভোট দিয়ে ৪৩ জন মানুষের কষ্ট কমানোর পরও এমন সমালোচনায় মনোবল হারাচ্ছেন বলেও জানান আজাদ হোসেন। নিজের একটি ফেক আইডি থেকে তিনি eআরকিকে এইসব বলেন।
আজাদ হোসেন বলেন, ‘ভোট দেয়া তো ভাই কষ্টের কাজ। সকালে ঘুম থেকে উঠবেন, রেডি হবেন, কেন্দ্রে আসবেন, ভোট দিয়ে আবার বাসায় যাবেন। আমি ৪৩ জন মানুষের এই কষ্টটা কমিয়ে দিয়েছি। এটা তো আমি আমার জন্য করি নাই। এই মানুষগুলার জন্য করছি। অথচ আমাকেই পড়তে হচ্ছে সমালোচনার মুখে। শুনেছি তদন্তও নাকি শুরু হয়েছে।‘
হতাশা প্রকাশ করে এই নেতা বলেন, ‘এজন্যই নিজের খেয়ে মানুষের উপকার করতে নাই।‘
এই ঘটনায় মনোবল হারাচ্ছেন বলেও জানান এই নেতা। নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, ‘সামনে বড় ম্যাচ। ভেবেছি ওখানে আরও অনেক মানুষের উপকার করবো। কিন্তু মানুষ আমাকে উৎসাহ দেয়ার বদৌলতে যেভাবে সমালোচনা করছে তাতে সামনের আর এভাবে মানুষের উপকার করতে পারবো কি না জানি না।‘
বাংলাদেশকে অন্যান্য দেশের সাথে তুলনা করে তিনি বলেন, ‘বিশ্বের অন্য যেকোনো দেশে এমন কাজের জন্য আমাকে মানবতার ভোটার উপাধি দিতো। শুধু বাংলাদেশ বলে আমি নিজের প্রাপ্য হারাচ্ছি।‘
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন