একদিনে ওয়ান ডাইরেকশনের ফ্যান বেড়ে গেল লক্ষাধিক

৮৩ পঠিত ... ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে

19 (17)

আর্জেন্টিনার একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে সাবেক ওয়ান ডিরেকশন তারকা লিয়াম পেইনের মৃত্যুর খবরে যেন হঠাৎ করেই অনেকেই যেন তার ভক্ত হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী পেইনের মৃতদেহ পালেরমোর অভিজাত হোটেল থেকে উদ্ধার করা হয়।

এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় স্মৃতিমন্থন আর শোকবার্তার ঢল। যারা শোক জানাচ্ছেন তারা এই তারকার নাম আগে কোনোদিনও শুনেছেন কিনা না জানা গেলেও তাদের শোকে গোটা ফেসবুক এক দুঃখের কুয়ায় রুপ নিয়েছে।

এক জেন জি ফেসবুকার স্ট্যাটাসে লিখেছে, ওয়ান ডিরেকশন? ওহ, আমি তো ছোটবেলায় এদের গান শুনেই বড় হয়েছি! আমি ওয়ান ডিরেকশনের গান ছাড়া আর কারোর গানই শুনিনি কখনো।

স্ট্যাটাস দেখে তার বক্তব্য নেয়ার জন্য তার বাসায় গেলে আমাদের প্রতিনিধির সাথে তার এক বন্ধুর কথা হয়। তার বন্ধু জানান সে আজীবন হিরো আলম ছাড়া আর কারো গান শোনে নি কিন্তু সবাই তো লিয়াম পেইন নিয়ে স্টেটাস দিচ্ছে। আমি যদি না দেই তাহলে কেমন খারাপ লাগে না? তাই সকালেই ওয়ান ডিরেকশনের ৪ ঘন্টার একটা প্লে লিস্ট ছেড়ে গান শুনে এরপর স্টেটাস দিয়েছি। আমি আসলে হুজুগে গা ভাসাই না। 

 একজন অবশ্য সত্য কথাটা বলেছেন, আসলে আমি কখনোই ওকে চিনতাম না, কিন্তু লিয়ামের মৃত্যুতে বুঝলাম ও ওয়ান ডিরেকশনের গিটারিস্ট ছিলো। আমি সব সময়ই এদের ভক্ত ছিলাম।

অনেকেই প্রমাণ করতে চান যে, তারা ওয়ান ডিরেকশনের গান ছাড়া কিছুই শুনতেন না। এজন্য তারা ইউটিউবের সার্চ  হিস্ট্রি ডিলেট করে শুধু ওয়ান ডিরেকশন আর লিয়াম পেইন সার্চ করে স্ক্রিনশট শেয়ার করছে। অনেকেই কমেন্ট করে জানিয়েছে আমার গ্যালারি তে লিয়াম পেইনের ছবি ছাড়া আর কোনো ছবিই নেই। ছোট থেকেই ওর ছবি ডাউনলোড করে আমার ১২৮ জিবি ফোনের স্টোরেজ প্রায় ফুল হয়ে গেছে।

আমার শৈশব কেটেছে লিয়ামদের গান শুনে—এমন আরও কয়েক হাজার মন্তব্যে ভরে গেছে সামাজিক মাধ্যম। কেউ কেউ নিজেদের প্রোফাইল পিকচার টেম্পোরারিলি বদলে লিয়াম পেইনের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, তুমি রবে মম হৃদয়ে।

এদিকে, জনপ্রিয়তার এ উল্লম্ফন দেখে মিউজিক প্ল্যাটফর্মগুলোও হতবাক! গত ২৪ ঘণ্টায় হুট করে লক্ষাধিক মানুষ লিয়ামের গান শুনতে শুরু করেছে, যদিও তারা আগে কখনও শুনেছিল কি না, সেটাই প্রশ্ন।



৮৩ পঠিত ... ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে

Top