৩০০ নেতাকর্মী নিয়ে ছাতিম শিবিরে যোগ দিল কাঠগোলাপ শিবিরের নেতা

৮৬ পঠিত ... ১৮:০১, অক্টোবর ১৬, ২০২৪

18 (19)

শহুরে অ্যাস্থেটিক কালচারে কাঠগোলাপের স্বৈরশাসনকে উপরে ফেলতে বাজারে এসেছে নতুন প্রতিদ্বন্দী। দেখা যাচ্ছে শীতের শুরুতে এক অদ্ভুত মাতাল ঘ্রাণে কাবু করে ফেলছে শহুরে ফুলপ্রেমীদের। ছাতিমের মন মাতানো ঘ্রাণে ইদানিং অনেকেই নেশা করতে দেখা যাচ্ছে বলে জনশ্রুতি আছে।

অন্যদিকে কাঠগোলাপ ফেসবুকে দীর্ঘদিন ধরে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছিল, কিন্তু শীতের আগমনের সাথে সাথেই ছাতিম রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছে। শহরের প্রায় সকল এলাকার ফুলপ্রেমীরা ছাতিমের মন মাতানো ঘ্রাণে এতটাই বিভোর যে তারা প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছে ছাতিমকেই।

গতকাল সন্ধ্যায় কাঠগোলাপ শিবিরের একজন বিশিষ্ট নেতা ছাতিম শিবিরে যোগদান করেন, সঙ্গে নিয়ে আসেন ৩০০ নেতাকর্মী। তিনি সংবাদ সম্মেলনে বলেন, কাঠগোলাপকে তো ভালোই লাগত, কিন্তু ছাতিমের মাতাল করা গন্ধে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে আমাদের। এই ঘ্রাণে আমরা নতুন এক শক্তি খুঁজে পেয়েছি।

এদিকে, শহরের চায়ের দোকানে চলছে উত্তপ্ত আলোচনা—কে হবে ফুলের রাজা? কেউ বলছে, ছাতিমের ঘ্রাণ একদম বুনো, আবার কারো মতে, কাঠগোলাপের দিন ফুরিয়ে এসেছে। কাঠগোলাপের একক আধিপত্যে ফাটল ধরাতে পেরে ছাতিম শিবিরের সমর্থকদের আনন্দের শেষ নেই।

এদিকে, শহরের রাস্তা জুড়ে ছাতিম শিবিরের সমর্থকরা মিছিল বের করেছে, স্লোগান উঠেছে, ছাতিমের ঘ্রাণে মাতে মন, গ্রীষ্মে কাঠগোলাপকে  বিদায় বল।

কেউ কেউ বলছেন, যুগের সাথে তাল মিলিয়ে আমরা ছাতিমের ছায়াতলে হাজির হয়েছি। ছাতিম নিয়ে গান নেই দেখে অনেক কাঠগোলাপ প্রেমীরা আমাদেরকে নিয়ে ট্রল করছেন। কিন্তু আমরা এতে হতাশ হচ্ছি না, দ্রুতই আমরা আহমেদ হাসান সানিকে দিয়ে ছাতিম নিয়ে একটা গানও বানানোর পরিকল্পনা করছি।

৮৬ পঠিত ... ১৮:০১, অক্টোবর ১৬, ২০২৪

Top