আতিফ আসলামের কনসার্টে যাওয়ার জন্য আজ থেকেই গেট ভাঙার প্রস্তুতি নিচ্ছে উত্তরার আনোয়ার

৭২ পঠিত ... ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে

11 (22)

নভেম্বরে ঢাকায় আসছেন সুরের জাদুকর আতিফ আসলাম, আর তার ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। চার হাজার টাকা মূল্যের টিকেট নিয়ে কারো কোনো আপত্তি নেই। আতিফ আসবেন, গান শোনাবেন, এটাই সবার জন্য বড় বিষয়।

কিন্তু উত্তরার আনোয়ারের ক্ষেত্রে গতবারের অভিজ্ঞতা বেশ ভিন্ন। সাড়ে তিন হাজার টাকার টিকেট কেটে সে কনসার্টে গিয়েছিল, ফেসবুকে বেশ কিছু ছবি আপলোড করছিল। গান শুনতে শুনতে পাশ থেকে হঠাৎ শুনলো, দোস্ত, লাইটার দে, একটা বিড়ি ধরাই। তাকিয়ে দেখে, তার এলাকার কিছু বন্ধুরা দাঁড়িয়ে গান শুনছে।

আনোয়ার জানত তারা কেউই টিকেট কাটেনি। কীভাবে তারা কনসার্টে ঢুকলো সেটা বুঝতে দেরি হলো না। কনসার্টের এক ফাঁকে বন্ধুরা অনেকেই মিলে গেট ভেঙে ঢুকে পড়েছিল। যে কনসার্ট দেখার জন্য নিজে এত জায়গায় ধার করে টাকা জমিয়েছিলো সেই কনসার্টই নাকি মানুষ ফ্রিতে ফ্রিতে দেখে নিচ্ছে। আতিফের গান গুলাকে আর সুরেলা লাগছিলো না, প্রত্যেকতা গানে আনোয়ার যেন শুনতে পাচ্ছিলো, যারা টিকেট কেটে এসেছে সবাই বোকা।

এইবার আনোয়ার  ওর মত কিছু প্রতারিত বন্ধুদের সাথে একটা নতুন মিশনে নেমেছে। টিকেটের দাম তো আগেরবারের চেয়ে বেশি। কেউ টাকাও দেবে না চাইলে। ফার্মগেটে বসে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ওদের। এর চেয়ে সবাই মিলে গেট ভেঙে ঢুকে পড়াটা বুদ্ধিমানের কাজ হবে। টিকেটের দাম বেশি দেখে যারা গেট ভেঙ্গে ঢুকতে চায় তাদের একত্র করার জন্য ফেসবুকে একটা ইভেন্ট খোলা হয়েছে সাথে নিজেদের একটা চ্যাট গ্রুপও খুলেছে। দিন রাত তারা প্ল্যান করে যাচ্ছে সফল ভাবে টিকেট ছাড়া কীভাবে কনসার্ট দেখা যায় সেই উপায় বের করা জন্য। আপাতত তাদের প্রাথমিক  লক্ষ্য—কনসার্টের এক বিশেষ সময়ে গিয়ে গেট ভেঙে ঢুকে পড়া।

গ্রুপের প্রত্যেকের দায়িত্বও ঠিক হয়ে গেছে। একজন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে, আরেকদল গেট ভাঙার কাজে নেতৃত্ব দেবে, আরেক দল নিরাপত্তা দেখবে। যারা ফ্রিতে কনসার্ট দেখতে চায় তাদের থেকে কিছু টাকা নেবার ও পরিকল্পনা আছে।

আনোয়ারের এক বন্ধু, eআরকি প্রতিবেদককে বলেন, গতবার টিকেট কেটে প্রতারিত হয়েছি। এবার আমরা টিকেট কাটব না, কিন্তু সামনে থেকে কনসার্ট দেখব। আমাদের পরিকল্পনা ফুলপ্রুফ, আর এতে খরচ না হলেও কিছু আয়ও হবে।

৭২ পঠিত ... ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে

Top