অবশেষে ৬৬ দিনের 'সাধারণ ছুটি'র পর খুলেছে অফিস। অনেকেই ভুলে গেছেন কেমন ছিল অফিসজীবন! অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করতে করতে লুঙি পরে কাজ করার অভ্যাস বানিয়ে ফেলেছেন। তাই এদ্দিন পর আবারও অফিসে ফিরে গিয়ে মানিয়ে নেয়ার সুবিধার্থে এই ১০টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন!
১# ওয়ার্ক ফ্রম হোমের অভ্যাসবসত টি-শার্ট, ট্রাউজার বা লুঙ্গি পরেই অফিসে চলে যাবেন না। একটু সময় নিয়ে রেডি হন। নইলে অফিসে গিয়ে দেখা যাবে, শার্ট-টাই সবই পরেছেন, কিন্তু প্যান্ট পরেননি। প্যান্টের বদলে পরে আছেন লুঙ্গি।
২# অফিস খুলে দিয়েছে এই খুশিতে বাসা থেকে বের হয়ে যাবেন না। আইডি কার্ড খুঁজুন। না, গলায় ঝুলানোর জন্য না। অফিসের ঠিকানা জানার জন্য। আইডি কার্ড থেকে অফিশিয়াল নাম্বারে ফোন করে, অফিস কোন এলাকায়? কোন বিল্ডিং? লিফটের কত তলা? এইসব নিশ্চিত হয়ে নিন।
৩# অফিসের ডেস্ক খুঁজে না পেলে একটা লম্বা নিশ্বাস নিয়ে চোখ বন্ধ করে ভাবুন কোথায় বসতেন আপনি। মনে পড়বে না। ডেস্কগুলোর দিকে তাকিয়ে দেখুন, আশেপাশে কোন ক্লোজ কলিগকে পান কি না। না পেলে, মোবাইলের গ্যালারিতে থাকা নিজের ডেস্কের দুয়েকটা সেলফি খুঁজে বের করে দেখুন।
৪# প্রথমদিন পাবলিক বাসে করে অফিসে যাওয়ার রিস্ক না নেয়াই ভালো। মনে করার চেষ্টা করলে দেখবেন, আপনার অফিসের দিকে কোন বাস যায় এইটা আপনার আর মনে নাই। সো, রিকশা সেইফ। তাও একা একা ভরসা না পেলে বাসার কাউকে সাথে নিয়ে যান।
৫# এখন থেকে অফিস টাইম কিন্তু ৫ টায় শেষ হবে, রাত ১০ টায় না। সো, কাজ ৫টায়ই শেষ করুন। অযথা ১০ টা পর্যন্ত বসে থেকে বসের বকা ও নিজের সময় ব্যয় করবেন না।
৬# অফিসে কিন্তু দুপুরে গোসল করার কোনো ব্যবস্থা নেই। হুট করে দুপুরের দিকে অফিসের পিসির সামনে থেকে উঠে গোসলখানা খুজতে শুরু করবেন না যেন।
৭# কাজ করতে করতে গরম লাগলে হুট করে শার্ট খুলে ফেলবেন না। এমনকি শুয়ে শুয়ে ল্যাপটপ চালানোর জন্য বিছানাও খুজবেন না!
৮# ধুমপায়ীরা অফিসের প্রথম দু-একদিন সাথে সিগারেট রাখবেন না। বাসার অভ্যাসবসত ডেস্কে বসেই সিগারেট জ্বালিয়ে দেয়ার সম্ভাবনা আছে।
৯# ইউটিউব, ফেসবুকিং কমিয়ে ব্রাউজ করুন। বাসাতে আপনাকে কেউ না দেখলেও, অফিসে বস দেখে ফেলরে পারে। আর ইউটিউবে গান বাজানোর ক্ষেত্রে হেডফোন ব্যবহার করতে একদমই ভুলবেন না।
১০# অফিস টাইম শেষেই ঘুমিয়ে যাবেন না। মনে রাখবেন, আপনি এখন অফিসেই অফিস করছেন। সো, আগের অভ্যাস বসত রাতে অফিসেই ঘুমিয়ে গেলে বাসায় একটা কেলেঙ্কারি লেগে যাবে। যার ফলে আপনার কপালে 'হোম ফ্রম অফিস' লেখা হয়ে যেতে পারে।