করোনা থেকে বাঁচতে গোটা পৃথিবী আজ গৃহবন্দি, বাংলাদেশেও চলছে একরকম আনঅফিসিয়াল লকডাউন। প্রায় সব অফিসেই 'হোম অফিস' বা বাসা থেকে কাজ করার সিস্টেম চলছে। এই সময়টাতে কিন্তু একটু চালাক হলেই আপনি ঠিকঠাক পারফর্ম না করেও দেখাতে পারেন এক্কেরে তুখোড় পারফরম্যান্স। হোম অফিসেই তুখোড় কর্মী অনিরুদ্ধ অধিকারী জানাচ্ছেন এমনই ৬টি টিপস।
১# গ্রুপ চ্যাটে একদম সকালে গুড মর্নিং দিন। নিজের টিমের চ্যানেলে তো দিবেনই, এইচআর/বসের বস আছে এরকম চ্যানেলেও পোস্ট করুন। এতে আপনি বুঝালেন আপনি অনেক সকালে কাজ শুরু করেন।
২# চ্যাটে সারাদিন অনলাইন থাকুন। ঘুরতে গেলেন কি খেতে গেলেন, অতসব গুরুত্বপূর্ণ না। রাত ৯টায় নেটফ্লিক্স দেখার সময়ও খেয়াল রাখবেন যেন অফিসিয়াল চ্যাটে আপনাকে অনলাইন দেখায়। আপনি বুঝাচ্ছেন যে, অফিস আওয়ার শেষেও আপনার কাজ করতে কোন আপত্তি নেই।
৩# বেশি বেশি মিটিং কল করুন। মিটিং এ কথা বলতে হবে এমনটা না। ধরুন আপনি কোন প্রজেক্টের সাইডকিক ম্যানেজার। সেক্ষেত্রে মিটিং কল করে মাইক মিউট করে বসে থাকুন, আর বাকিদের কথা বলতে দিন। আপনি একজন ইনিশিয়েটর/উদ্যোগী কর্মী হিসেবে স্বীকৃতি পাবেন।
৪# মিটিং এ কথা বলতে ইচ্ছে করলে আগের ব্যক্তি যা বলেছেন, তার শেষের দুইটা শব্দ বলে সহমত পোষণ করবেন। কনটেক্সট জানার দরকার নেই। যেমন: 'আমরা বলদ নাকি মঙ্গোডিবি চালাব?' 'জ্বি ভাই ঠিক বলেছেন, মঙ্গোডিবি চালাব।'
৫# একদম লাঞ্চের সময় চেষ্টা করবেন কোন মিটিং বা ডেমো আয়োজন করতে। এখন অনেকেই এখানে ভেটো দেবে, বলবে লাঞ্চের সময় কেন? ওইটাই আপনার বাজিমাত! আপনি দেখালেন আপনি কতটা ডেডিকেটেড, লাঞ্চ ডিনারের বালাই নাই। অন্যরাই সারাদিন খাবার কথা চিন্তা করে।
৬# প্রতিদিন নিয়ম করে অন্তত ৫ বার ইনিয়ে বিনিয়ে বলবেন যে, অফিসে আসার জন্য আপনার মন কতটা আনচান করছে। রাস্তায় আর্মি না থাকলে আপনি দরকারে হেঁটে হেঁটে মিরপুর থেকে মালিবাগ গিয়ে অফিস করতেন। ব্যস, আপনি আপনার loalty দেখিয়ে ফেললেন! দুদিনের কাজ এতেই কমে যাবে!