অফিস থেকে বাসায় ফেরার পর একটু নেটফ্লিক্সে ঢুকে পড়া কিংবা নিজের ব্যক্তিগত ওয়াচলিস্ট থেকে কোনো মুভি দেখতে বসে যাওয়ার পরিণাম জানেন তো? রাত জেগে মুভি দেখে পরদিন সকালে অফিসে লেট! পাপড়ি যেমন বোঝে না ঘুম না আসার কারণ, চাকুরিজীবীদের ঘুম না ভাঙার বিষয়টিও যেন বুঝতে চায় না পাষাণ হৃদয়হীন চাকরি! অফিসে দেরি করে ঢুকে ঝিমোতে ঝিমোতে আজম খানের জনপ্রিয় 'পাঁপড়ি কেন বোঝে না' গানটির 'চাকরি ভার্সন' ভেবেছেন আমাদের অফিসে লেট করে আসা বিশেষজ্ঞ দল!
সারা রাত জেগে জেগে
কত মুভি আমি দেখি
চাকরি কেন বোঝে না
তাই ঘুম ভাঙে না
বাসা থেকে অফিস কত দূরে
যেতে তো হয় ঘুরে ঘুরে
বাস আসে না
রিকশা পাঠাও পাশে না
চাকরি কেন বোঝে না
টাইম ঠিক থাকে না
বাসা অফিস করে করে
মন অার মেজাজ গেছে মরে
মন জানে হায়
মুভি ছাড়া নাই উপায়
চাকরি কেন বোঝে না
তাই ঘুম আসে না...