সেক্স এডুকেশনের কোন চরিত্রটি আপনি? নিজেই মিলিয়ে নিন

২৩৫২ পঠিত ... ২০:৪৯, সেপ্টেম্বর ২৮, ২০২১

sex ed choritro

জনপ্রিয় নেটফ্লিক্স টিভি সিরিজ ‘সেক্স এডুকেশন’ এর তৃতীয় সিজন মুক্তি পায় গত ১৭ সেপ্টেম্বর। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সিরিজটি নিয়ে নানা ধরণের আলাপ। আমাদের দেশে মোটামুটি সকল ধরণের এডুকেশন প্রচলিত থাকলেও সেক্স এডুকেশনের কোনো বালাই নেই। তাই জানার জন্যে হোক কিংবা শুধুমাত্র বিনোদনের জন্য, নতুন ধরণের এই সিরিজটির প্রতি কিশোর-কিশোরী থেকে তরুণ-তরুণীদের আগ্রহটা ব্যাপক। তিন সিজন জুড়ে যেভাবে প্রতিটি চরিত্রর অগ্রগতি দেখানো হয়েছে তাও সত্যিই প্রশংসাযোগ্য। এছাড়াও চরিত্রগুলো-ও আমাদের মত কিশোর-কিশোরী ও তাদের নানা সমস্যা নিয়ে হওয়ায় তাদের সঙ্গে নিজেদের মিল অনেকে খুঁজে পেলেও পেতে পারে। তাই সেক্স এডুকেশনের কার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে আপনার কতটা মিল তা মিলিয়ে সেক্স এডুকেশনের কোন চরিত্রটি আপনি জানতে বসে পড়ুন এক্ষুনি! 



ওটিস মিলবার্ন 

otis

  • আপনি বেশ ইন্ট্রোভার্ট এবং লাজুক স্বভাবের মানুষ।
  • আপনি সবসময় মানুষকে সাহায্য করতে চান।
  • আপনার নিজের জীবন ওলটপালট হলেও সবাইকে ১০/১০ উপদেশ দিতে পারেন।
  • আপনি জাজ করা ছাড়াই মানুষের যেকোনো ধরণের গোপন সমস্যার সমাধান বাতলে দেন।

 

মেইভ ওয়াইলি 

maeve

  • আপনি বেশ বুদ্ধিমান এবং সুপার স্মার্ট।
  • গল্পের বইয়ে আপনার অনেক আগ্রহ। আর একটু পড়লে আপনি পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে পারেন। 
  • বাহির থেকে আপনাকে বেশ রাগী মনে হলেও আপনি আদতে নরম ও ভালো মনের মানুষ। 

 

এরিক এফিওং 

eric

  • আপনি ২৪ ঘন্টা হাসিখুশি থাকার চেষ্টা করেন।
  • আপনাকে নিয়ে কে কী ভাবলো তাতে মোটেও পাত্তা দেন না।
  • বন্ধুদের মধ্যে আপনার থেকে ভালো ফ্যাশন সেন্স আর কারো নেই। 
  • আপনি নিজের মনের কথা বলতে মোটেও ভয় পান না।

 

এইমি উড 

amy

  • আপনার থেকে ভালো মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া কঠিন। 
  • আপনি একজন অত্যন্ত ভালো বন্ধু এবং সবসময় আপনার বেস্ট ফ্রেন্ডকে সাপোর্ট দেন।
  • আপনি প্রায় সময় অন্যদের কষ্ট না দিতে সত্যটা এড়িয়ে যান এবং পরে নিজেই কষ্ট পান।

 

লিলি ইগলহার্ট 

lili

  • আপনি এলিয়েনে বিশ্বাস করেন।
  • আপনার অদ্ভুত কাজ-কারবার সাধারণ মানুষের ঘটে ঢোকে না।
  • মানুষের আচরণে মাঝেমাঝে কষ্ট পান কিন্তু আপনার অদ্ভুত কাজকর্ম বন্ধ করেন না।

 

অ্যাডাম গ্রফ 

adam

  • আপনি সবকিছু নিয়ে অনেক কনফিউজড থাকেন।
  • জীবনের উদ্দেশ্য এখনও খুঁজে পাননি তবে খুঁজে চলছেন।
  • আপনি সাহিত্যের আগা-মাথা কিছুই বোঝেন না।

 

রুবি ম্যাথিউস 

rubi

  • আপনি হলেন বন্ধু মহলের সবচেয়ে ক্যুল মানুষ।
  • আপনার এবং আপনার আশেপাশের মানুষের ফ্যাশন সেন্স টপ-নচ।
  • আপনার লেভেলের মানুষ নাহলে আপনি তার সাথে মেশেন না।
  • আপনি একজন ‘Keeping up with Kardashians’ ফ্যান।
২৩৫২ পঠিত ... ২০:৪৯, সেপ্টেম্বর ২৮, ২০২১

Top