রিপাবলিক টিভি তো শুরুর দিকেই বাংলাদেশ নিয়ে মনগড়া গালগল্প প্রচার করেই যাচ্ছে। ভারত সরকারও জায়গা দিয়েছে শেখ হাসিনাকে। লুটিয়েন্স বাংলোয় রেখেছে অতিথি করে। সেখানে বসে মেগাটেলিফোন কুটনীতিও চালাতে দেয়া হচ্ছে দক্ষিণের এই গণহত্যাকারী ও স্বৈরাচারকে। ইন্ডিয়ান মিডিয়া জুড়ে বাংলাদেশকে নিয়ে গুজব, ফেইক নিউজের ছড়াছড়িও আছেই। এত কিছুর মাঝে আমরা আসলে ভুলেই গেছিলাম, ভারতের জ্ঞানী, প্রাজ্ঞ সাংবাদিক থাকতে পারে। আমাদের ভুল প্রমাণ করলেন অর্ক ভাদুড়ি। তার কথাগুলো শুনতে পারেন এই ভিডিওতে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন