ছাত্রলীগের পাকিস্তান শাখার সহ-সভাপতি হলেন আতিফ আসলাম

৬৩৪৪ পঠিত ... ২২:৩৪, এপ্রিল ২০, ২০২৪

11

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম গত ১৯ এপ্রিল মঞ্চ মাতালেন রাজধানীর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে। প্রথমবারের মতো না হলেও আতিফ আসলাম মানেই যেন নতুন করে কোনো ম্যাজিকাল মোমেন্টের সূচনা, আতিফ আসলাম মানেই অন্যরকম আবেগ।

শুধুমাত্র গানের উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন তিনি— প্রথমে এমনটি ধারণা করা হলেও সোশ্যাল মিডিয়ার একটি ছবি দেখে ভুল ভাঙে সাধারণ মানুষ এবং ভক্তদের। এতে কেউ কেউ আনন্দিত, আবার কেউ কেউ প্রতারিত বোধ করছেন বলে জানা গেছে। কী এমন আছে সেই ছবিতে যা দেখে রাতারাতি ভাঙে ভক্তদের ভুল?

সম্পূর্ণ অবিশ্বাস্য এক তথ্যসূত্র হতে জানা গেছে, কনসার্টের পর গ্রীন রুমে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সাথে একটি ঘনিষ্ঠ ছবি দেখা যায় আতিফ আসলামের। ছবিতে আতিফ হাসলামের মিষ্টি করে হাসছেন এবং সাদ্দাম-ইনান দু'জনেই দাঁত দেখিয়ে হাসছেন। তাদের সবার চোখে মুখে ভেসে উঠছে নতুন অর্জনের ছাপ।

জানা যায়, দাঁড়ানো ছবিটি তোলার আগে গোলটেবিল বৈঠকে ব্যস্ত আতিফ আসলামসহ বাকি দুই নেতা। সেখানে কঠিন গোপনীয়তার সাথে তারা কথোপকথন করেন প্রায় ৩ ঘণ্টা। কিন্তু ভুলে গেলে চলবে না, দেয়ালেরও কান আছে। উড়ো সঙবাদে শোনা যাচ্ছে, এই বৈঠকেই ছাত্রলীগের পাকিস্তান শাখার সহ-সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথম ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। পরে ২০১৬ সালে এটিএন এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে দ্বিতীয়বার ঢাকায় আসেন।

তিনি বলেন, 'প্রথমবার যখন ঢাকা আসি ১৩ সালে তখনই ভাইদের সাথে পরিচয় হয়। তখন থেকেই ছাত্রলীগ সম্পর্কে খানিকটা আগ্রহ জাগে। দেশে ফিরে ৩ বছর জানাশোনা এবং পড়ালেখার মাধ্যমে পরিপূর্ণ জ্ঞান লাভ করি। ২০১৬ সালে বাংলাদেশে এসে হয় আমি সদস্যপদ লাভ করি এবং পাকিস্তান শাখা খোলার অনুমোদন নিয়ে যান। দীর্ঘ ৮ বছর সক্রিয় ছাত্রলীগ কর্মী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পর ২০২৪ সালে এসে সহ সভাপতি হয়েছি। এ দিনটি সত্যিই আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলোর ভেতর একটি....’

শুধু আতিফ আসলামই নন, আগামীতে চার্লি পুথ, এড শিরান, টেইলর সুফটেরও বাংলাদেশে আসার সমূহ সম্ভাবনা আছে। তবে ধারণা করা হচ্ছে, এটিও ছাত্রলীগের এজেন্ডারই অংশ। তারাও মূলত ইংল্যান্ড, আমেরিকার ছাত্রলীগের কমিটি নিতেই গানের উছিলায় দেশে আসবেন।

৬৩৪৪ পঠিত ... ২২:৩৪, এপ্রিল ২০, ২০২৪

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top