মাগুরার রবিউল ইসলামের খাবারের দোকান। টিনের চাল দেয়া এই দোকান তীব্র গরমে হয়ে যায় হটবক্স। ফ্যান চালালে সেখান থেকে তেড়ে আসে গরম বাতাস। এমন সমস্যা সমাধান অসাধারণ এক পদ্ধতি আবিষ্কার করেছেন রবিউল ইসলাম। টিনের চালের উপর বসিয়েছেন ঘুরানো পানির কল। সেই কল দিয়ে পুরো চালে দেয়া হয় পানি। টিন থাকে ঠান্ডা, ঘরের ভেতরের আবহাওয়া ঠান্ডা থাকে। অনেকে রবিউল ইসলামের এই পদ্ধতিকে প্রাকৃতিক এসি বলেও সম্বোধন করছেন। দেশের ইতিহাসে এমন পরিবেশবান্ধব এসি বোধহয় এটাই প্রথম।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন