'তাকদীর' সিরিজের এই ৫টি চরিত্রের মধ্যে আপনি কোনটি? নিজেই মিলিয়ে নিন

১৭৯৩ পঠিত ... ১৯:২১, ডিসেম্বর ২৪, ২০২০

মুক্তি পাওয়ার পর থেকেই হইচই ফেলে দিয়েছে হইচইয়ের বাংলা ওয়েব সিরিজ 'তাকদীর'। প্রশংসায় ভাসছেন পরিচালক, অভিনেতা-অভিনেত্রীসহ পুরো টিম। থ্রিলারধর্মী এই সিরিজটি সাড়া ফেলেছে দর্শক মহলেও। যদি আপনি সিরিজটি দেখে থাকেন, তবে মিলিয়ে নিন আপনি Taqdeer এর কোন চরিত্রটি। আর না দেখে থাকলে দেখে ফেলুন, এবং এরপর মিলিয়ে নিন... 

 

- গালাগালি ছাড়া আপনার কথা বলতে কষ্ট হয়।
- পশ্চাৎ দেশীয় গালির প্রতি বিশেষ আসক্তি আছে,
- ছোটোবেলা থেকেই দুই ডিগ্রী ওস্তাদ।
- ভাইয়ের একান্ত অনুগত...
- বিয়েশাদির কথা শুনলে লজ্জা পান!
- একটুতেই চেতে যান, মারামারিতে ওস্তাদ।

এসব বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকলে বলা যায়, আপনি একজন মন্টু।

 

- আপনার জেদ বেশি।
- সবসময় কাজল দিতে ভালোবাসেন,
- আপনি ভীষণ সাহসী।
- কোম্পানিকে একটু ফ্যাশন করে 'কাম্পানি' বলেন।
- মুড়িঘণ্ট ভালোবাসেন।

এসব ব্যাপার আপনার মধ্যে থাকলে, আপনি একজন আফসানা।

 

- আপনি শুক্রবারে একা একা জুম্মার নামাজ পড়েন।
- উন্নতির নামে আপনি মানুষের ক্ষতি করেন।
- এলাকায় আপনার অনেক দাপট।

এসব বৈশিষ্ট্য থাকলে আপনি একজন সায়মন চৌধুরী।

 

- এডিটিং করে মানুষের মাথা কাটাকাটি করেন,
- কে বন্ধু আর কে শত্রু বুঝতে পারেন না,
- আপনার চরিত্রকে কেউ ভালো বলে না।
- রাস্তাঘাটে ফলমূল কিনে না ধুয়েই খান।

এসব দিক আপনার মধ্যে থাকলে, আপনি অবশ্যই একজন রানা।

 

- সহজ সরল স্বভাবের।
- অকারণে ফেঁসে যান।
- মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেন,
- বেশি গালাগালি সহ্য করেন না।
- মাছের ব্যবসা করেন।

এই বৈশিষ্ট্যগুলো থাকলে নিশ্চিত হোন, আপনি একজন তকদীর।

১৭৯৩ পঠিত ... ১৯:২১, ডিসেম্বর ২৪, ২০২০

Top