এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের নাম 'ব্যাচেলর পয়েন্ট'। আপনি যদি একজন 'বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র' টাইপ কেউ হয়ে থাকেন, তাহলে নিছক বিনোদনের জন্য বানানো এই সিরিজ থেকেও অনেক কিছু শিখতে পারবেন। চলুন জেনে নিই, ব্যাচেলর পয়েন্ট সিরিজ থেকে ব্যাচেলরদের জীবন সম্পর্কে কী কী বিষয় জানা যায়।
১# ব্যাচেলর পোলাপানদের কাছ থেকে বাসার কাজের বুয়ারা নিরাপদ না।
২# ব্যাচেলররা ১০টা কথা বললে তার মধ্যে ৮টা গালিগালাজ থাকে।
৩# কোনো মেয়ে বিদেশে পড়তে গেলে ভার্সিটি পড়ুয়া ব্যাচেলররা ভাবে, মেয়েটা আসলে বিদেশে লটরপটর করতে গেছে।
৪# ব্যাচেলররা বাড়িওয়ালার বাসায় গিয়ে বাড়িওয়ালার মেয়ের সাথে নোংরা রসিকতা করার সুযোগ পায়।
৫# ব্যাচেলর বাসায় নিশ্চিন্তে মেয়েদের আনা যায়, পার্টিও করা যায়। এমনকি মেয়েটি বাড়িওয়ালার মেয়ে হলেও...
৬# ব্যাচেলর পোলাপান মদ খেলে হালকা সমকামী হয়ে যায়।
৭# কোন বিদেশি মেয়ে দেখলেই তাকে জড়িয়ে ধরার জন্য ব্যাচেলরদের মন আকুপাকু করে।
৮# ব্যাচেলর মেস, হোস্টেল বা হলের সিনিয়র ভাইয়েরা বলদ কিসিমের হয়।
৯# ব্যাচেলররা ট্রিপে যাওয়ার সময় ভাড়া করে মেয়ে-সঙ্গী নিয়ে যায়।
১০# ব্যাচেলরদের জীবনে 'ঐসব' ছাড়া আর কিছু নাই...