যে ১০টি কারণে হিরো আলমের গান শুনবেন

২৪৩১ পঠিত ... ২০:০২, ডিসেম্বর ০৩, ২০২০

১# হিরো আলমের গান শুনলেই কেবল আপনি মাহফুজুর রহমানকে শিল্পী হিসেবে মেনে নিতে পারবেন।

২# হিরো আলমের গানই আপনাকে বোঝাবে, পৃথিবীর সবার রয়েছে শিল্পী হওয়ার অধিকার। এমনকি আপনারও...

৩# অফিস, বাসা, আড্ডা সব জায়গায় কানে হেডফোন গুজে গান শোনার জন্য লোকের প্রচুর বাঁকা কথা শুনতে হয় আপনাকে? হিরো আলমের একটি গান শুনে দেখুন, আপনার এই সমস্যা কেটে যাবে।

৪# জীবনের প্রতি মায়া হারিয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছেন অনেকবার, কিন্তু সাহস সঞ্চার করতে পারেননি। হিরো আলমের একটি গান শুনুন প্লিজ...

৫# হিরো আলমের গান এলার্ম হিসেবে সেট করলে এলার্ম বাজার আগেই আপনার ঘুম ভেঙ্গে যাবে।

৬# কানের পোকা দমনে হিরো আলমের গান শুনুন। উপকারিতা পাবেন। জীবদ্দশায় মাত্র একবার হিরো আলমের গান শুনলে কানে কখনোই পোকা হবেনা।

৭# মশার কয়েলের বিকল্প হিসেবেও হিরোর গান বেশ কার্যকর। কোন ঘরে একবার হিরো আলমের গান বাজলে ওই ঘরের ৩ কিলোমিটারের মধ্যে কোন মশা আসেনা।

৮# আপনি গায়ক হতে চান? কিন্তু লিরিক্সের অভাবে ভুগছেন! হিরো আলমের গান শুনলে আপনি বুঝবেন, লিরিক্স ছাড়াও গান হয়...

৯# অটো টিউনে গান করার জন্যও যে মিনিমাম প্রতিভার প্রয়োজন আছে, হিরো আলমের গান আপনাকে তা বুঝতে সাহায্য করবে...

১০# আপনার গাওয়া গান নিয়ে হাসাহাসি করার জন্য বন্ধুদের উপর রাগটা বাড়িয়ে নিতে পারবেন। দুয়েকজনকে হিরোর গান শুনিনে মারধোরও করতে পারবেন...

২৪৩১ পঠিত ... ২০:০২, ডিসেম্বর ০৩, ২০২০

Top