তিতলী কি পারবে এই ১০টি অসম্ভব কাজে শেষ চেষ্টা করতে?

৩৫৩১ পঠিত ... ১৫:৩৩, নভেম্বর ১৯, ২০২০

সম্প্রতি স্টার জলসার 'তিতলী' সিরিয়ালের একজন 'জনপ্রিয়' চরিত্র একটি অদ্ভূত 'সাইন্স ফিকশনধর্মী' এপিসোড দিয়ে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন (মিম টেমপ্লেট হিসেবে!)। ঐ এপিসোডের একটি দৃশ্যে দেখা যায়, শিওর ক্র্যাশ হয়ে যাচ্ছে এমন একটি প্লেনকে কোনো দিন প্লেন চালানোর অভিজ্ঞতা ছাড়াই তিতলী সাইজ করে ফেলে। সে সময় তিতলী মন্তব্য করে, 'জানি সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা শেষ চেষ্টা করবো', যেই বাক্যটি ইন্টারনেটে বেশ বিনোদন দিচ্ছে।

কিন্তু আমাদের এই বাঙালি জীবনে এমন অনেক অসম্ভব ব্যাপার আছে, যা শুরু থেকে শেষ কোনো চেষ্টাতেই সম্ভব হয়ে ওঠে না। তিতলী কী পারবে নিচের এই অসম্ভবগুলোকে শেষ চেষ্টা করে সম্ভব করতে?


১# তিতলী কি পারবে, বিএনপির ঈদের পরের আন্দোলনটাকে বাস্তবায়ন করতে?

২# তিতলী কি পারবে, পরীক্ষার আগের রাতে সম্পূর্ণ সিলেবাস কাভার করে দিতে?

৩# তিতলী কি পারবে, রাউটার অন অফ করা ছাড়া ইন্টারনেটের লাইন ঠিক করতে?

৪# তিতলী কি পারবে, গার্লফ্রেন্ডের জন্মদিন ভুলে যাওয়ার পরও ঝগড়া ঠেকাতে?

৫# তিতলী কি পারবে, রাত ১১টার পর বিনাবাক্যে বাড়িওয়ালাকে দিয়ে গেট খোলাতে?

৬# তিতলী কি পারবে, বৃষ্টির দিনে রিকশাওয়ালা মামাকে মিরপুরের দিকে নিয়ে যেতে?

৭# তিতলী কি পারবে, বিজয় সরণি সিগন্যাল এক টানে পার করে দিতে?

৮# তিতলী কি পারবে, ডোনাল্ড ট্রাম্পকে হার মেনে নেয়ার কঠিন বাস্তবতাটা বোঝাতে?

৯# তিতলী কি পারবে, হাছান মাহমুদের ঘাড় থেকে বিএনপিকে নামিয়ে আনতে?

১০# তিতলী কি পারবে, ফেসবুকে আপলোড হওয়া ওবায়দুল কাদেরের সবগুলো ছবি দেখে শেষ করতে?

বোনাস প্রশ্ন-১# তিতলী কি পারবে, মায়ের পছন্দ মতো আমাকে একটা হেয়ারকাট দিতে?

বোনাস প্রশ্ন- ২# তিতলী কি পারবে, সন্ধ্যার মধ্যেই আমাকে সাজেক ঘুরিয়ে আনতে?

৩৫৩১ পঠিত ... ১৫:৩৩, নভেম্বর ১৯, ২০২০

Top