মেহজাবিন জেলে গিয়েছেন কিনা- পত্রিকায় এমন কোন খবর এখনো আসেনি। তবে মেহজাবিনের ফেসবুক পেজের একটি পোস্ট থেকে অনুমান করা হচ্ছে, বর্তমান সময়ের ছোট পর্দার এই নায়িকার হয়তো জেলও হতে পারে!
সম্প্রতি নিজের পেজে 'আমাকে পুলিশ ধরলে আমি কি করেছি ধারণা করবেন' লিখে একটা পোস্ট দেন মেহজাবিন। এমন পোস্টে দর্শকরা বিচলিত হননি যদিও, মেহজাবিনের জামিনের জন্য কেউ আদালত চত্বরে ছুটাছুটিও করেননি (সবাই বুঝে এটা যে নাটকের প্রোমোশন)! তবে কমেন্টবক্সে দর্শকরা ঠিকই জানিয়েছে নিজেদের ভাবনা।
মেহজাবিন কেন জেলে যেতে পারেন? শুরুতেই করোনার সময়ে নিয়ম ভাঙ্গার দিকে ইঙ্গিত দিয়েছেন অনেকে। জুয়াইয়া আ সাফাসহ আরো অনেক দর্শক মনে করছেন, মাস্ক না পরে বাইরে যাওয়ার অপরাধেই জেলে যেতে হতে পারে তাকে। পোস্টের সাথে জুড়ে দেয়া মেহজাবিনের মাস্কবিহীন ছবিও অবশ্য সেদিকেই ইঙ্গিত দেয়। অনিক শাহরিয়ার তুষার নামের একজন বলেন, 'সম্ভবত মুভমেন্ট ফেল করেছেন। মুভমেন্ট পাস করলে বের হতে পারবেন।'
মেহজাবিনের ট্রেডমার্ক কান্নার দিকে আঙ্গুল তুলছেন অনেকে। মারিয়া মিম নামের এমনই একজন বলেন, 'অতিরিক্ত কান্না সহ্য করতে না পেরে আপনার প্রতিবেশি পুলিশে খবর দিয়েছে। পুলিশ এসেও কান্না থামাতে না পেরে আপনাকে জেলে নিয়ে গেছে।' যদি আসলেই এমন হয়ে থাকে তাহলে খুব একটা চিন্তার কিছু নেই। কান্না সহ্য করতে না পেরে কয়েদিরা ও জেলার সাহেব মিলে মেহজাবিনকে দ্রুতই মুক্তি দিবে বলে আমাদের ধারণা।
কান্নাকে কালপ্রিট ধরে ইয়াজ উদ্দিন আহমেদ নামের আরেকজন বলেন, 'আপনাকে নাটক করতে দিলে আপনি কেঁদে কেটে উপকূলীয় অঞ্চলে বন্যা ও জলোচ্ছ্বাসের সৃষ্টি করেন। তাই দেশের সুরক্ষার জন্য আপনাকে গ্রেফতার করা হতে পারে।'
তাশফিয়া চৌধুরি নিশা নামের একজন জানান, 'ভাববো কান্নাকাটি করা অভিনয় করা ছেড়ে দিয়েছেন তাই।' এমনটা হতেই পারে। মেহজাবিনের কান্নার ভক্ত দর্শকদের জন্য এমন ঘটনা মামলা ঠুকে দেয়ার মতই।
সময় টিভি নামের একটি আইডি থেকে বলা হয়, 'বাঙ্গি চাষ করছিলেন কিংবা বাঙ্গির জুসের রেসিপি দিয়েছিলেন।'