যে ১০টি কারণে আপনি আজ রবিবার নাটকের বড় চাচা

২৫১১ পঠিত ... ১৯:৪৪, জুলাই ১১, ২০২০

আজ রবিবার নাটক না দেখে থাকলেও, ফেসবুকে মিম টেমপ্লেট আকারে দেখতে দেখতে নাটকটির সব চরিত্রের সঙ্গেই আপনার পরিচয় হয়ে যাবার কথা। সে হিসেবে ধরে নেয়া যেতে পারে, বড় চাচা (আলী জাকের) চরিত্রটির সঙ্গেও আপনি পরিচিত। তবে নিচের বৈশিষ্ট্যগুলা যদি আপনার সাথে মিলে যায়, তাহলে বুঝবেন, আপনি নিজেই একজন আজ রবিবারের বড় চাচা!

১# বড় চাচার দরজার ফুটো দিয়ে মতি যেমন সবসময় চোখ রাখে, আপনার জীবনেও তেমনি স্পাইয়িং করার লোকের অভাব নেই।

২# আপনার যে কোন কাজকর্মই মানুষের কাছে হিজিবিজি হিজিবিজি।

৩# মাঝে মধ্যেই আপনার বিভিন্ন মানুষকে চড় মেরে আসতে ইচ্ছে হয়।

৪# মিস মীরার মতো কেউই আপনার মনটা বুঝতে চায় না। সব ছেড়েছুড়ে তাই কফিনের মতো বদ্ধ একটা জায়গায় জীবনটা কাটিয়ে দিতে ইচ্ছা হয়...

৫# বড় চাচার মতো আপনিও তেলাপোকা ভয় পান।

৬# আপনি সবসময় রসিকতা পছন্দ করেন না। ওলটপালট কথাও বলেন না, সবসময় নির্মম সত্য কথা বলেন।

৭# আপনার বাবাও আপনাকে দৌড়ের উপর রাখে।

৮# বিয়ে আপনার কাছে একটি সর্বনাশা ব্যাপার মনে হয়। A total destruction of the infrastructure.

৯# বড়চাচা যেমন মনোরোগ বিশেষজ্ঞ, আপনিও মনোবিদের মতো অন্যদের ইনবক্সে নক করে জিজ্ঞেস করেন- তোমার কি মন খারাপ?

১০# আপনি Intelligent বলে দেখতে বেশি ভালো নন।

২৫১১ পঠিত ... ১৯:৪৪, জুলাই ১১, ২০২০

Top