অনন্ত জলিল ও হিরো আলমের যে ১০টি মিলের কথা তারা নিজেরাও জানেন না

৪২৭৩ পঠিত ... ১৫:১৯, জুলাই ২০, ২০২০

অন্তত জলিল ও হিরো আলম। ঢালিউডে দুজনেরই রয়েছে স্বতন্ত্র অবস্থান। দুজনই ঢালিউডকে উপহার দিয়েছেন 'অসংখ্য সফল সিনেমা', তবে পর্দার চেয়ে পর্দার বাইরেই সবাইকে উপহার দিয়েছেন বেশি বিনোদন। সম্প্রতি দুজনের মাঝে একটু কোল্ড ওয়্যার চললেও, আদতে দুজনের ক্যারিয়ার, ব্যক্তিজীবনে রয়েছে একাধিক মিল। তেমন ১০টি বিস্ময়কর মিলই খুঁজে বের করেছে eআরকির ম্যাচিং স্পেশালিষ্টরা।

১# তারা দুজনই নিজের চেষ্টায়, নিজের টাকায় হিরো হয়েছেন।

২# তাদের দুজনই দুঃখের অভিনয় দিয়ে মানুষকে বিনোদিত করার ও হাসানোর বিশেষ ক্ষমতা রাখেন।

৩# দুজনই অল ইন ওয়ান। নিজেরাই নিজেদের সিনেমার প্রযোজক, পরিচালক ও নায়ক।

৪# তামিল ইন্ডাস্ট্রির সাথে দুজনেরই একটা যোগসূত্র রয়েছে। একজন তামিল ইন্ডাস্ট্রির নায়িকাকে বিয়ে করেছেন, অন্যজন তামিল সিনেমায় কাজ করার অফার পেয়েছেন।

৫# ভাষার ক্ষেত্রে দুজনই নিজেদের উদ্ভাবিত একসেন্ট ব্যবহার করেন। একজন নিজস্ব একসেন্টে বাংলা বলেন, অন্যজন নিজস্ব একসেন্টে ইংরেজি।

৬# ব্যক্তিগত জীবনে দুজনই সফল ব্যবসায়ী। একজন গার্মেন্টস শিল্পে সফল, অন্যজন ডিশ ব্যবসায়।

৭# শাকিব খানের মতো তারা দুজনই নিজেদেরকে সুপারস্টার বলে দাবি করেন।

৮# তারা দুজনই ভিন্ন ভিন্ন সময়ে সেফাতুল্লাহ সেফুদার ক্রোধের শিকার হয়েছেন।

৯# বাংলার অনলাইন জগতে তারা দুজনই অন্যতম মিম ও ট্রল ম্যাটেরিয়ালস।

১০# দুজনের কেউ এখনো হলিউডে সিনেমা করার অফার পাননি।

৪২৭৩ পঠিত ... ১৫:১৯, জুলাই ২০, ২০২০

Top