আনুভ জেইনের কনসার্টে যেতে যেসব বিষয়ে অবশ্যই প্রস্তুতি নেবেন

৪১৭ পঠিত ... ১৯:০৪, মে ২৮, ২০২৩

আনুভ-জেইনের

আনুভ জেইনের কনসার্ট শুরু হতে আর মাত্র কয়টা দিন বাকি। কনসার্টের প্রস্তুতি যদি এখন থেকে না নিয়ে রাখেন তাহলে লসটা আপনারই! তাই আর দেরি না করে এখনই প্রস্তুতি নিয়ে ফেলুন। আপনাদের প্রস্তুতিমূলক কাজে সাহায্য করতে চলে এসেছে eআরকি।

১#

ঢাকার এখন এমন এক অবস্থা, কখন রোদ, কখন বৃষ্টি বলাই যায় না। তাই ওয়েদার অ্যালার্টে সারাক্ষণ চোখ রাখুন। ছাতা, রেইনকোট কখন কী লেগে যায় বলা তো যায় না।

২#

কনসার্টে যাওয়ার ১০ মিনিট আগে একগাদা কাপড়-চোপড় নিয়ে বসলে মাথা আউলায় যাবে। তার থেকে আজকেই আলমারি খুলে, কনসার্টের উপযোগী কাপড় বের করে, আয়রন করে রাখুন।

৩#

আপনি যদি কনসার্টে স্নিকার্স পরে যাওয়ার কথা চিন্তা করে রাখেন তো এই অপশনটা আপনার জন্যই। আপনার ময়লা, কাঁদা লাগানো স্নিকার্সটা এখনই ধুয়ে রাখুন।

৪#

আনুভ জেইনের গান প্রেমিক/প্রেমিকাকে জড়িয়ে ধরে শুনতেই মজা। তাই কনসার্টের আগে একদমই

পার্টনারের সাথে ঝগড়া থেকে বিরত থাকুন। নাহলে পরে কনসার্টের মজা হারাবেন।

৫#

আপনারা সিঙ্গেল যারা কনসার্টে যাওয়ার চিন্তা করছেন তারা অবশ্যই অবশ্যই চোখের পানি মুছার জন্য পর্যাপ্ত পরিমাণে টিস্যু নিয়ে যাবেন।

৬#

বিদেশ থেকে আনা পারফিউমের বোতলটা থেকে পারফিউম স্প্রে করতে ভুলবেন না। নিজেকে পশ প্রমাণের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় নয়।

৭#

কনসার্টে ছবি আর ভিডিও নেয়া ছাড়া কনসার্ট জমেই না। তাই ফোনে শতাংশ চার্জ আর সাথে করে পাওয়ার ব্যাংক নেয়াটা আবশ্যক।

৮#

কান্নাকাটি করার পরে চোখ লাল হয়ে যেতে পারে। চোখের লাল ভাব লুকাতে সাথে নিতে পারেন সাইড গার্ড দেয়া নাইটগ্লাস বা সানগ্লাস। যেটা আপনার খুশি।

৪১৭ পঠিত ... ১৯:০৪, মে ২৮, ২০২৩

Top