অনুপমের যে দুঃখের গানগুলো শুনলে আপনি কাঁদবেনই কাঁদবেন

৩৮৬ পঠিত ... ১৭:৫২, নভেম্বর ২৯, ২০২৩

6

১#

বাড়িয়ে দাও তোমার হাত,

আমি আবার তোমার আঙুলগুলো ধরতে চাই।

২#

আমাকে আমার মতো থাকতে দাও,

আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।

৩#

আমি আজকাল ভালো আছি

তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে।

৪#

যে কটা দিন তুমি ছিলে পাশে

কেটেছিল নৌকার পালে চোখ রেখে।

৫#

ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো

ইচ্ছেরা ছুটে চলে

৬#

এখন অনেক রাত,

তোমার কাঁধে আমার নিঃশ্বাস,

আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।

৭#

তুমি যাকে ভালোবাসো,

স্নানের ঘরে বাষ্পে ভাস,

তার জীবনে ঝড়।

৩৮৬ পঠিত ... ১৭:৫২, নভেম্বর ২৯, ২০২৩

Top