ঢাকাই কনসার্টের ঐতিহ্য ও সংস্কৃতি

২০২ পঠিত ... ১৬:৪৮, মে ১১, ২০২৪

21

আজকে আমরা আপনাদেরকে জানাব আমাদের ঢাকাই কনসার্টের ঐতিহ্য ও সংস্কৃতি। যেসব সংস্কৃতি যুগ যুগ চলে গেলেও ঢাকাই কনসার্টের সাথে থেকে যাবে। থেকে যেতে বাধ্য।

১#

যেকোনো ছোটো, বড়, মাঝারি, সাইজ, বে-সাইজের কনসার্টের টিকিট বাজারে আসার ৯০ সেকেন্ডের মাথায় সোল্ড আউট হয়ে যাবে।

২#

কনসার্টের ঠিক একদিন আগে আগে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, রিসাইকেল গ্রুপ, এমন নানান জায়গায় কনসার্টের টিকিট পাবেন।

৩#

কনসার্টের ভেন্যুতে ঢোকার জন্য আপনার অ্যাটলিস্ট ২ ঘণ্টা একটা লম্বা লাইনে দাঁড়াতে হবে। এক পা আগালে তিন পা পেছাতে হবে এমন করে করে আপনি ভেতরে ঢোকার সুযোগ পাবেন।

৪# 

আপনি ঢোকার কিছুক্ষণ পরই খবর পাবেন এন্ট্রিতে মারামারি হচ্ছে, সব গার্ড মেরে নাই করে দেয়া হয়েছে, মানুষ এমনি ঢুকে যাচ্ছে।

৫#

তারপর আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন ভেতরে অনেকগুলো গ্রুপ হয়ে গিয়েছে।

গ্রুপ ১: এরা শুধু বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডের সাথে চিপকা-চিপকি করবে।

গ্রুপ ২: এরা একটু পর পর গোল হয়ে দাঁড়িয়ে যায়।

গ্রুপ ৩: এরা গ্রুপ ১ আর ২-কে নিয়ে খুবই বিরক্ত। সিকিউরিটিকে ডেকেও ৪-৫ বার বিচার দিয়ে দিয়েছে।

৬#

সিঙ্গারদের অর্ধেক গেয়ে দেয়া গান শেষ করতে করতে সবার গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। পানির জন্য হা হুতাশা শুরু হবে।

৭#

কনসার্ট শেষ করে বাসায় ফিরে সবাই অর্গানাইজারদের ফেসবুকে ইচ্ছামত গালাগালি করবে।

৮#

অর্গানাইজাররা একটা বড় প্যারাগ্রাফ লিখে সবার কাছে মাফ চাইবে।

৯#

আর্টিস্টরা বাসায় ফিরে কনসার্টের রিলস আপলোড করবে।

১০#

সবাই সেইসব রিলস রি-শেয়ার করবে সাথে ক্যাপশন জুড়ে দেবে, Best Concert Ever!

২০২ পঠিত ... ১৬:৪৮, মে ১১, ২০২৪

Top