'গেন্দা ফুল' গানটির খাঁটি বাংলা ও রাবীন্দ্রিক ভার্সন

২৯০৩ পঠিত ... ০৯:০১, এপ্রিল ০৩, ২০২০

বাকি পৃথিবীর মতো এই দেশের মানুষও এখন কোয়ারেন্টাইনে। সবার হাত প্রচুর অবসর, সবার চোখই ইন্টারনেটের পর্দায়। এমনই এক সময় ভারতীয় র‍্যাপার বাদশাহর 'গেন্দা ফুল' গানটি ইউটিউবে আসামাত্রই হিট হয়ে গেছে। বোরডমে ভোগা দেশ ও জাতির নতুন বিনোদনের প্রয়োজনে নাকি সুন্দরী আবেদনময়ী জ্যাকুলিন ফার্নান্দেজ, ঠিক কোন কারণে গানটি এত দ্রুত ভাইরাল হলো? আমাদের জানা নেই। অনেকেরই গানটি দারুণ লেগেছে, অনেকের কাছেই আজাইরা! তবে অনেকেই অনেক মিম দেখে আগ্রহী হয়ে শেষমেশ গানটি শুনলেও হিন্দি (ক্ষেত্রবিশেষে দ্রুতগতিতে বলা ইংরেজিও) না জানায় 'প্রথম দুই লাইন' বাদে এক শব্দও বুঝতে পারেননি। তাদের সুবিধার্থে গানটির একটি খাঁটি বাংলা অনুবাদ করেছেন আসিফ শাহরিয়ার সুস্মিত। যারা হিন্দি জানেন, মিলিয়ে দেখুন।

চলিস যখন তুই লটক মটক
ছেলেদের হৃদয় পটক পটক
শ্বাসও হচ্ছে আটক আটক
মস্তিষ্কটা সটক সটক

নিতম্ব তোর গুতা খায়
কোমরে তোর প্রজাপতি
শরীর তোর মাখন, যেন
খাবারে শুধুই মাখন খাস

আসো বাবু লাথি মারো, লাথি মারো
কাটবো তোর টিকেট টিকেট
খেলিনা আমি ক্রিকেট রিকেট
তবুও নিব তোর উইকেট উইকেট

বড়লোকের বিটি'লো লম্বা লম্বা চুল
এমন মাথা বেন্ধে দেবো লাল গেন্দা ফুল

শ্যামলা রং তোর
পাগলা ঢং তোর
আমার সাথে চুরি করে কথা বলে তোর অঙ্গ অঙ্গ
তোর জন্য যেকোন কিছুই করে ফেলব
তোর জন্য মেনে নিব যেকোন পীড়া (হ্যাঁ)

পাগল হলাম তোমার পিছে
যেন মস্তিষ্কে পোকামাকড়
লেগে গেল মিষ্টি করে চিনি চিনি
এসে চালা চক্কর চক্কর
বাকিসব ছেলে বকর বকর
আমি খারাপ নিতম্ব (ছাপার অযোগ্য)

হৃদস্পন্দন অনিয়মিত হয় তুই চোখের দিকে তাকালে
তোর ভালবাসা আমাকে নিয়ে যায় আসমানের পারে

কথা দে তোর চোখে কখনো পানি আসবে না
তুই আমার জান, বাচ্চা। তোকে মিথ্যা বলব না।

বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল
এমন মাথা বেন্ধে দেবো লাল গেন্দা ফুল

এটা তোর ছেলে, বাদশাহ!

বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল
এমন মাথা বেন্ধে দেবো লাল গেন্দা ফুল...

 

আচ্ছা, এবার ভাবুন, এই গেন্দা ফুল গানটি রবীন্দ্রনাথ লিখলে কেমন হতো? জনাব সোহাইল রহমান অলরেডি ভেবে ফেলেছেন... রবীন্দ্রভক্তরা চোখ বুলিয়ে নিন-

 

গেন্দা ফুল ফিচারিং রবীন্দ্রনাথ

তব হন্টন লটক মটক,
তরুণ চিত্ত পটক পটক,
আজি শ্বাস বহে আটক আটক,
মোর শীরে বুঝি সাটক সাটক!

তব নিতম্ব হর্ষে দুলিছে,
প্রজাপতি তোমা কোমরে ঝুলিছে,
মাখনের লাগি দেহপল্লবী,
জলযোগে বুঝি মাখন গিলিছে।

এসো হেথা সখী মারো সেথা লাথি,
কাটিয়াছি তব চালান পাতি,
হাস্য খেলায় নাহি বসে মন,
তবুও তোমারে হারায়েছি সাথী।

বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথায় বাঁধিয়া দেবো গো রক্তিম গেন্দাফুল।

২৯০৩ পঠিত ... ০৯:০১, এপ্রিল ০৩, ২০২০

Top