গোয়েন্দা উপন্যাস লেখার অনুরোধে সিক্ত পিনাকী ও ইলিয়াস; চিন্তিত নাজিমউদ্দীনসহ বাকি লেখকরা

১৯৮ পঠিত ... ১৬:৪৫, ডিসেম্বর ০১, ২০২৪

20

দুর্ধর্ষ দুই গোয়েন্দা গল্পকথক হলেন আমাদের প্রিয় ইউটিউবার পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন। নিয়মিত ইউটিউবে গল্প বলার পাশাপাশি অসংখ্য দর্শকের অনুরোধে এবার হাত দিতে যাচ্ছেন গোয়েন্দা উপন্যাসেও, এমনটাই জানিয়েছে এক ভুয়া তথ্যসূত্র।  

পিনাকী এবং ইলিয়াস—বর্তমান সময়ের দুই অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ। দজন ভিন্ন মানুষ হলেও তারা একই বৃন্তের দুই কুসুম। ছোটোবেলা থেকেই তাদের বেড়ে ওঠা গল্পের সাথে, আয়ত্ত করেছেন উপস্থিত বক্তৃতাও। পিনাকীর অগ্নিবর্ষী আর ইলিয়াসের আত্মবিশ্বাসী দৃঢ় কন্ঠকে শুধুমাত্র ইউটিউবে আটকে না রাখতে দর্শক শ্রোতারা অনুরোধ করছেন থ্রিলার, বিশেষ করে এসপিওনাজপ্রেমীরা। পিনাকী-ইলিয়াস ফ্যানক্লাবের সহ সভাপতি বলেন, আমরা গর্বিত তাদের মতো সৃজনশীল মানুষকে আমাদের ভেতর পেয়ে। কীসের ড্যান ব্রাউন, ইয়ান ফ্লেমিং আর অগাথা ক্রিস্টি, আমাদের আছে প্রভুপাদ পিনাকী আর ইলিয়াস।

তবে এ নিয়ে ভীষণ চিন্তিত বর্তমান সময়ের বাংলাদেশি থ্রিলার লেখক ও অনুবাদকরা। এই ভুয়া খবর প্রকাশের মাধ্যমে নাজিম উদ্দিন, নাজিম উদ দৌলাসহ আরও অসংখ্য থ্রিলার লেখকরা নিজেদের অন্নসংস্থান নিয়ে শঙ্কা বোধ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী এসপিওনাজ লেখক বলেন, স্যার, আপনারা ইউটিউবেই থাকুন। আমাদের পেটে নতুন করে লাথি দেওয়ার কী দরকার? আপনাদের গল্প পড়ার চেয়ে শুনতেই বেশি সুস্বাদু।

চিন্তিত ড্যান ব্রাউনও। এক ফ্যাক্সের মাধ্যমে তিনি earki প্রতিবেদককে বলেন, ওদের বই তোমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ রেখ। আমার বইয়ের কাটতিতে এর কোনো প্রভাব পড়লে ভালো হবে না আগেই বলে দিচ্ছি।

১৯৮ পঠিত ... ১৬:৪৫, ডিসেম্বর ০১, ২০২৪

Top