অফিসে কম কাজ করে বসের মন জয় করার ৬টি eআরকি-টিপস

৮১৬৯ পঠিত ... ২১:২৮, জানুয়ারি ২২, ২০১৮

অফিসে বসকে খুশি রাখতে কে না চান! কিন্তু এজন্য করতে হয় অনেক কাজ, পোহাতে হয় অনেক হ্যাপা! কম কাজ করে বসকে খুশি রাখতে তাই প্রয়োজন কিছু টেকনিকের! eআরকি ডেস্কে বসে এমন কিছু টেকনিক ভেবেছেন ঝংকার মাহবুব

১#  সব সময় অফিস থেকে বের হওয়ার সময় অফিসের ফাইল সঙ্গে নিয়ে বাসায় যাবেন। ফাইল না থাকলে অফিসের কোন গুরুত্বপূর্ণ জিনিস প্রিন্ট আউট করে নিবেন। যদি প্রিন্ট আউট করার বেশি কিছু না থাকে তাহলে পাতা অফিসের ডকুমেন্ট আর তার নিচে বাজারের লিস্ট। যাতে দেখতে ভারী মনে হয়। এমন একটা ভাব যে বাসায় গিয়ে আপনি অফিসের কাজ করে ফাটিয়ে ফেলবেন।

২#  কখনোই বস অফিস থেকে বের হওয়ার আগে বের হবেন না। যদি অফিসে টাইম পাs করার কিছু না থাকে থামলে বসে নিজের একই ব্যাংক অ্যাকাউন্ট পাঁচবার চেক করবেন, পাঁচ বছর পুরাতন ক্রিকেট খেলার স্কোর দেখবেন, লুডুস্টার খেলবেন, তাও বসের আগে বের হবেন না।

 

৩# অফিসের কলিগদের কোন ইমেইল দেয়া লাগলে সেটা অফিসে ড্রাফট হিসেবে কম্পোজ করে রাখবেন। কিন্তু সঙ্গে সঙ্গে সেন্ড করে দিবেন না। সেটা সেন্ড করবেন রাত এগারোটার সময়। অথবা ছুটির দিন বিকালে।

৪# ব্রাউজারে ফেসবুক, ইউটিউব, eআরকি যতই খোলেন না কেন, ব্রাউজারের প্রথম ট্যাবে অফিসের ওয়েবসাইট বা কাজের জিনিস খুলে রাখবেন। যখনই বস আসতে দেখবেন, দ্রুত কী-বোর্ডে Ctrl+১ চাপ দিয়ে দেবেন। তাহলে সেই ট্যাব খুলে যাবে।

৫#  বসের চোখ ফাঁকি দিয়ে দুই-তিন ঘন্টার জন্য বাইরে টু মারার পারফেক্ট সময় হচ্ছে শীতকাল। সেটার জন্য আগে থেকেই অফিসে একটা এক্সট্রা জ্যাকেট বা চাদর অফিসের ড্রয়ারে রেখে দিবেন। তারপর বের হওয়ার সময় সেই এক্সট্রা জ্যাকেট চেয়ারে রেখে চামে বের হয়ে যাবেন। তাহলে বস মনে করবে আপনি অফিসেই কোথাও না কোথাও মিটিং বা কাজে আছেন।

৬# যেদিন অফিসে দুপুরের পরে টানা দুই তিনটা মিটিং থাকবে সেদিন ১১টার সময় টুক করে হালকা কিছু খেয়ে এসে সিরিয়াস হয়ে ডেস্কে বসে বসে কাজ করবেন। এমন একটা ভাব যে কাজের জন্য আপনি জীবন প্রাণ সবই উৎসর্গ করে দিচ্ছেন। তারপর ৩টার সময় ডেস্কে বসে বসে আপনার বসকে দেখিয়ে দেখিয়ে লাঞ্চ করবেন। এমন একটা ভাব যে কাজের ডেডিকেশনের ঠেলায় আপনি খাওয়ার সময়ই বের করতে পারছেন না।

এক্সট্রা টিপস: আপনি অফিসে ঢোকেন সকাল ৯.০০ টায়। বের হন রাত ৯.০০ টায়। জ্যাম ঠেলে ঠেলে বাসায় যেতে মিনিমাম দুই ঘন্টা। শুধু ঘুম আর গোসলের জন্য এতো কষ্ট করে বাসায় যাওয়ার এবং মাসে মাসে ১০ হাজার টাকা ভাড়া দেয়ার কোন মানেই হয় না। তাই আজকেই বাসা থেকে পাতলা চাদর অফিসে এনে রাখবেন। তারপর সবাই চলে গেলে অফিসের সোফার ফোমকে বালিশ হিসেবে ব্যবহার করে ঘুমিয়ে পড়বেন। আর কখনো গোসল করার ইচ্ছা হলে এক হাজার টাকা দিয়ে অফিসের বাসের জিমের মেম্বার হয়ে যাবেন। ব্যস, মাসে মাসে বাসা ভাড়া বেঁচে যাবে। আর অফিসে এসি থাকায় গরমের দিনে আরামসে ঘুমাতেও পারবেন।

৮১৬৯ পঠিত ... ২১:২৮, জানুয়ারি ২২, ২০১৮

Top