সড়ক পরিবহন আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পোস্ট করা 'চ্যালেঞ্জিং টাইমস' অ্যালবাম নিয়ে ফেসবুক এখনও সরগরম। অনেকেই পোস্ট করেছেন নিজেদের জীবনের সাথে তাল মিলিয়ে নিজেদের 'চ্যালেঞ্জিং টাইমস'-এর ছবি, অনেকে মন্ত্রী সাহেবের ছবি নিয়ে করেছেন মজার কিছু ফটোশপ। ফটোশপের সহযোগিতা নিয়ে eআরকিও ভাবতে চেষ্টা করেছে, আমাদের মন্ত্রীর কাটানো মুহূর্তগুলো ঠিক কেমন হলে সেটাকে বেশ চ্যালেঞ্জিং বলা যেতে পারত!