লেখা: এস এম জহিরুল ইসলাম
স্বামী-স্ত্রী তাদের ঘরে বসে ছিল। ছুটির দিন।
বউ বলল, চলো সময় কাটাতে দুজনে একটা খেলা খেলি। তুমি একটা কাগজে পাঁচজন নারীর নাম লেখ, যাদের তুমি পছন্দ কর। আর আমি পাঁচজন পুরুষের নাম লিখছি, যাদের আমি পছন্দ করি।
দুজনে কাগজ-কলম নিয়ে লেখা শুরু করে দিলো।
কিছুক্ষণ পরে কাগজ খোলা হলো।
বউ লিখেছে
ব্র্যাড পিট
সাকিব আল-হাসান
সালমান খান
আমীর খান
সাকিব খান
স্বামী লিখেছে
লামিয়া (ছেলের স্কুলের বন্ধুর মা)
ফারিয়া (বউয়ের মামাতো বোন)
সাদিয়া (বউয়ের বান্ধবী)
সুমাইয়া (সামনের ফ্ল্যাটের ভাবি)
অপর্ণা (ছেলের গৃহশিক্ষিকা)
মোরাল অব দ্য স্টোরি
পুরুষ বাস্তববাদী, নারী থাকে স্বপ্নের জগতে।
এই খেলার পরিণতি
- স্বামী দশ দিন ধরে হোটেলের খাবার খাচ্ছে
- ড্রয়িংরুমের সোফায় ঘুমোচ্ছে
- অপর্ণার চাকরি গেছে
- ফারিয়া মোবাইল নাম্বার ও ফেসবুক ২টাই ব্লক
- বউ বান্ধবী সাদিয়াকে বাড়িতে আসতে বারণ করেছে
- সামনের ফ্ল্যাটের দিকের জানালায় কাঠের বাটাম দিয়ে পার্মানেন্ট বন্ধ
- আগামী সপ্তাহে স্কুল খুললে লামিয়ার কী ব্যবস্থা হবে সেটা এখনও অজানা
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
এই বিপজ্জনক খেলা নিজের ঘরে খেলবেন না। আমার মনে হয় একটা বয়সের পরে খেলা ধুলা না করাই ভালো।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন