ট্রাফিক আইন অমান্যকারীদের কঠিন শাস্তি দিতে এলো ক্যাপ্টেন কাঁঠাল, দেখুন 'বাপের রাস্তা: দ্য রং রোড'

৮৯৫ পঠিত ... ২০:০৫, জানুয়ারি ১০, ২০১৯

আমাদের দেশে রাজপথে রং সাইড দিয়ে গাড়ি চালাতে থাকলে কী হয়? অধিকাংশ সময়েই কিছু হয় না। কখনো কখনো ট্রাফিক পুলিশ আটকে জরিমানা করে। আর আপনি যদি যথেষ্ট গুরুত্বপূর্ণ মাতা-পিতার সন্তান হয়ে থাকেন কিংবা আপনি নিজেই যদি হোমড়া চোমড়া হয়ে থাকেন তাহলে ট্রাফিক পুলিশও আপনার কিছু করতে পারবে না। খুব বেশি ঝামেলা হলে এক দুটো ফোন কলেই সব মিটমাট হয়ে যেতে পারে। অবশ্য ইদানিং সবার হাতে হাতে মোবাইল ক্যামেরা থাকায়, ট্রাফিক আইন অমান্য হবার ঘটনা ক্যামেরাবন্দি হয়ে যায়। সেগুলো ফেসবুকেও ভাইরাল হয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়।

সে যাই হোক, শহরের রাস্তায় ট্রাফিক আইন অমান্য করলে আপনাকে খুঁজে নিতে পারে আরেকজন। এই মহান সত্ত্বার হাতে ধরা পড়লে কোন মাফ নাই। ইনি হচ্ছেন সুপারহিরো ক্যাপ্টেন কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফলকে ভালোবাসেন। এতটাই  ভালোবাসা যে, তার বডি স্প্রেটাও তৈরি কাঁঠালের নির্যাস থেকে। ক্যাপ্টেন কাঁঠাল কী করেন? তিনি ট্রাফিক আইন মেনে চলেন ও অমান্যকারীদের কঠিন শাস্তির মুখোমুখি করেন। এই ক্যাপ্টেন কাঁঠালের হাতেই পড়ে গেল রাস্তার উলটো পথে গাড়ি চালানো তিন ব্যাংক ডাকাত! এরপর? বাকিটা জানতে হলে দেখতে হবে মাইটি পাঞ্চ স্টুডিও নির্মিত ‘বাপের রাস্তা: দ্য রং রোড’। পরিচালনায় ছিলেন সামির আহসান রহমান, লেখায় পরিচালকের সাথে ছিলেন অলিভার সিমন হালদার। দেখে নিন দুর্দান্ত ট্রাফিক আইন অমান্যকারীদের ত্রাস দুর্দান্ত এই সুপারহিরোকে। 

৮৯৫ পঠিত ... ২০:০৫, জানুয়ারি ১০, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top