আর্জেন্টিনার ম্যাচের সময় গ্যালারিতে আনন্দে নেচেছিলেন ম্যারাডোনা

৩০০ পঠিত ... ১৫:২১, জুন ২৮, ২০১৮

গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনার বাদ পড়ে যাওয়ার শঙ্কাজনিত কারণে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটি পরিণত হয়েছিল একটি হাই প্রোফাইল ম্যাচে! আর এমন ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন না আর্জেন্টাইন সমর্থকদের দেবতূল্য ডিয়েগো ম্যারাডোনা, তা কি হয়? খেলা শুরুর বেশ আগেই ভিআইপি গ্যালারিতে ম্যারাডোনার সরব উপস্থিতি টের পাওয়া যায়। আর সেও এক উপস্থিতি! ফাটা কেস্টোর মতো সবসময় খবর পড়ার চেয়ে তৈরি করায় বেশি আগ্রহী ম্যারাডোনা ম্যাচের বিভিন্ন সময়ে করেছেন নানান কান্ড! কখনো উত্তেজনায় হাত পা ছুড়েছেন, কখনো ঘুমিয়েছেন, চিৎকার-চেচামেচি আর আর্জেন্টিনার দ্বিতীয় গোলের পর ওই সমালোচিত মধ্যাঙ্গুলি প্রদর্শন তো ছিলই! সেসব নিয়ে মিম আর মজার ফটোশপও হয়েছে প্রচুর! তবে শুধু নেতিবাচক আচরণই করেছেন তাও কিন্তু নয়, ম্যাচটি নিজের মতো করেই উপভোগ করেছেন অদ্ভুত পাগলাটে এই মানুষটি! গ্যালারিতে কখনো গলা মিলিয়েছেন ভক্ত সমর্থকদের সাথে, কখনো তুলেছেন সেলফি।

তবে সবচেয়ে দৃষ্টিনন্দন যে বিষয়টি ছিলো তা হলো নাইজেরিয়ান একজন চিয়ার লিডারের সাথে ম্যারাডোনার নাচ! ম্যারাডোনা মানেই আবেগের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। ম্যাচে যখন আর্জেন্টিনা এগিয়ে, বাঁধ ভাঙা আবেগকে কোনোভাবেই চাপা রাখেননি ম্যারাডোনা! চিয়ারলিডারের সাথে অতি আনন্দিত ভঙ্গীতে ম্যারাডোনার এই নাচের দৃশ্যটি যদি ওইদিনের ম্যাচের উত্তেজনায় মিস করে থাকেন, ভিডিওটি থেকে দেখে নিতে পারেন!

৩০০ পঠিত ... ১৫:২১, জুন ২৮, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top