ফুটবলের ১০টি হাস্যকর আত্মঘাতী গোল

১২৮১ পঠিত ... ১৩:২১, জুন ২৭, ২০১৮

এবারের বিশ্বকাপের সেকেন্ড রাউন্ড ছুঁই ছুঁই করছে। ঠিক দুইদিন পরই শেষ হয়ে যাচ্ছে গ্রুপ স্টেজের খেলা। শুধুমাত্র ফ্রান্স আর ডেনমার্কের ম্যাচ বাদে সব ম্যাচেই গোলের দেখা পেয়েছে। তবে দলগুলো শুধু এবার অন্যের গোলে বল জড়িয়ে ক্ষান্ত থাকেনি রীতিমত নিজেদের গোলে নিজেরা বল জড়ানোর প্রতিযোগিতায় নেমে পড়েছে। এই কয়দিনের মধ্যেই ১৯৯৮ বিশ্বকাপের আত্নঘাতী গোলের সমান গোল করে ফেলেছে। কে জানে দলগুলো যেভাবে নিজেদের গোলে নিজেরা বল জড়ানোর প্রতিযোগিতায় নেমে পড়েছে তাতে বোধহয় আগের সব বিশ্বকাপের রেকর্ড ভেঙ্গে চুরে ফেলবে। তবে শুধু বিশ্বকাপের বাইরেও অনেক মজার মজার আত্নঘাতী গোল করেছে খেলোয়াড়রা। কিছু কিছু গোল এতটাই হাস্যকর যে, যে কারো হাসতে হাসতে পেটে খিল ধরে যেতে পারে। সেইসব হাস্যকর গোলের কম্পাইলেশন দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন।  

 

১২৮১ পঠিত ... ১৩:২১, জুন ২৭, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top