সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই ম্যাপের চাহিদা আমরা দেখে মনে আসছি। আজকাল ম্যাপ ছাড়া অপরিচিত জায়গায় চলা আর ইন্টারনেট ছাড়া স্মার্টফোন নিয়ে বসে থাকা একই কথা। কিন্তু তারপরও গুগল ম্যাপ কি আমাদের সব চাহিদা পূরণ করতে পারছে? আজকাল নতুন এক ম্যাপের জয়জয়কার সব শীর্ষস্থানীয় মহলে, সেটা হচ্ছে, রোড ম্যাপ। আমাদের জীবনে আসলে কোনটা গুরুত্বপূর্ণ? গুগল ম্যাপ নাকি রোড ম্যাপ। জ্ঞানী-গুণীদেরকে আপনি প্রশ্ন করেন, তারা সবাই ঐকমত্য হবেন রোড ম্যাপে। অন্তত আর কেউ না বলুক, বিএনপির নেতারা গুগল ম্যাপের আগে যে রোড ম্যাপকেই রাখবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই।
আমাদের সাধারণের জীবনেও দেখবেন, গুগল ম্যাপের চেয়ে রোড ম্যাপটাই বেশি গুরুত্বপূর্ণ। কেন? আসেন, জানি ও শিখি।
১#
প্রায়ই গুগল ম্যাপ ধরে এগোলে দেখবেন সোজা রোড দেখাচ্ছে ঠিকই কিন্তু রোড বা পথ আসলে সামনে ব্লক। ম্যানহোল পরিষ্কার করা হচ্ছে। কাঁদা -পানি, আবর্জনায় সয়লাব চারিদিক। এই ম্যাপ আপনাকে ভূগোল বোঝাবে। দরকার নেই। রোড ম্যাপ থাকলে আপনি ঠিকই দেখতেন সাদিয়া কিংবা সুমনদের বাসার পাশের ৩০ ডিগ্রি ডানে বাঁকা গলি ধরে সামনে গিয়ে ৪৫ ডিগ্রি বাঁকা হলেই সোজা আপনার মিতুমির বিশ্ববিদ্যালয়।
২#
গুগল ম্যাপে ট্রাফিক পুলিশ থাকে না।
রোড ম্যাপে রোড যেহেতু থাকবে থাকতে হবে ট্রাফিক পুলিশও। সহজেই যাতে খুঁজে পাওয়া যায় সাখাওয়াত ভাইয়ের ডিউটি আজ কোথায় পড়েছে? ৫০০ টাকা পাওনা ছিল।
৩#
আপনি জানেন কি আজকাল নির্বাচনের জন্যও কদর বেড়েছে রোড ম্যাপের? বিচার, সংস্কার বাদ দিয়ে শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিরা বলছেন তাদের নাকি রোড ম্যাপ চাই! অদ্ভুত! রোড ম্যাপের গুরুত্ব তো বুঝতেই পারছেন। এখনই গুগল ম্যাপ নামিয়ে ফেলুন, ইনস্টল করে নিয়ে রোড ম্যাপ।
৪#
কখন কোন রাস্তা ব্লক করে কঠোর কর্মসূচি চলছে, কোন রাস্তায় সভা হচ্ছে, কোন রাস্তায় রিকশা-ব্যাটারি মারামারি হচ্ছে এমন চমকপ্রদ ও চটকদার খবর গুগল ম্যাচ আপডেট নিয়েও আপনাকে দেখাতে পারবে না, এক্ষেত্রে আপনার আশার আলো, দিনের আলো কিংবা মনের আলো হতে পারে এই রোড ম্যাপ।
৫#
বর্ষায় বৃষ্টির পানিতে হঠাৎ চতুর্দিকে যখন সয়লাব হয়ে যাবে, কোনো বৈদ্যুতিক তার খুলে কোনো রোডে পড়ে বা ডুবে আছে কিনা সেটার নোটিফিকেশনের জন্য হলেও রোড ম্যাপ চাওয়া উচিত। যখনই শুনলেন দীপ্রদের বাসার অদূরে থাকা বৈদ্যুতিক খুঁটি নড়বড়ে, দিলেন একটা ‘হোয়াট ইজ ইউর কারেন্ট পজিশন’ ফিল্টারে একটা কারেন্ট নোটিফিকেশন। গুগল ম্যাপ দেবে না, দেবে না এসব।
৬#
জেলির সাথে সম্পর্কহীন জ্যামের খবরাখবর নিখুঁতভাবে আপনাকে দেবে রোড ম্যাপ। তবে শর্ত একটাই, মেট্রো রোডে চলে না। কাজেই রোড ম্যাপের কাছে মেট্রোর খবরা- খবর চেয়ে ঘ্যানর-ঘ্যানর করা যাবে না, উঁহু।
৭#
দুর্ঘটনার যেকোনো খবর রোড ম্যাপে ফিল্টার করে পোস্ট করলে সচেতন হবার পাশাপাশি ধরে ফেলতে পারেন রাকিন কিংবা সাদিয়ার বন্ধুর অ্যাক্সিডেন্ট বলে বন্ধুকে নিয়ে ঘুরতে যাবার মিথ্যে বাহানাও।
৮#
আপনি নিজেকে ভিআইপি ভাবেন? তবে রোডম্যাপের ভিআইপি মুভমেন্টের বিস্তারিত দেখে জেনে ফেলতে পারেন আপনাকে ছাড়াই কোন কোন ভিআইপি কোন পথ ধরে একা একা মুভ করছে। পাকড়াও করে দিয়ে দিতে পারেন এক কষা ঝাড়ি।সাহস কত!
৯#
আজকাল টিকটকার, ইউটিউবার, ভ্লগারদের যন্ত্রণায় রাস্তাঘাটে মাঝেমাঝে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়।
ধরুন আপনি ‘হ্যালো গাইস’ বলে মাত্রই শুরু করলেন, কিন্তু আরেক টিকটকার আপনার ভ্লগে ঢুকে গেল পাশ থেকে। রোড ম্যাপে ‘ইনফ্লুয়েন্স’ ফিল্টার আপনাকে নোটিফাই করবে কোন কোন সোশ্যাল মিডিয়া স্টার আপনার আশেপাশের রোডে আছে কিংবা কোথায় আপনি ভ্লগের জন্য বেশি নিরাপদ।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন