এ ঘটনা দাঁড়িয়েছে নিয়মিত, রুটিনে
ট্রাম্প করে ছোটাছুটি, খেলে দেয় পুটিনে।
এক মুভি, এক সিন।
কোভিডের ভ্যাকসিন
সেইটাও আগে আগে রাশিয়ার দখলে!
হাহাকার করে যায় বাকি যারা, সকলে।
আমেরিকা জব্দ
চুপচাপ, স্তব্ধ।
মহাশোকে গড়াগড়ি চলিতেছে বিলাতে।
রাশিয়ার ফর্মুলা পারছে না মিলাতে।
নেই কূল-কিনারা
নাক বোঁচা চীনারা
বুঝছে না লেনিনটা রেখে গেছে কাহাকে
(ভ্যাকসিনটার দাম কোটি টাকা না হাঁকে!)
পুটিনের রাশিয়া
এইভাবে আসিয়া
দাঁও মেরে টাকা নেবে পাউন্ডে, ডলারে!
বাকিদের ভাগে শুধু আছে কাঁচকলা রে!
বসে থাকা আমরা
রেডি করি চামড়া
ভ্যাকসিন পুশ হবে আমাদের শরীরে
(‘গ্লোব’ যে কোথায় গেল? লজ্জায় মরি রে!)
এ জীবন তুচ্ছ
বুঝি না কী? বুঝছ?
বুঝি না পুটিন চলে কোন ফর্মুলাতে
‘মামুন-মারুফ’ কই? আছে কোন চুলাতে?
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন