এক যে আছে মজার দেশ সব রকমে ভালো, পরের মুখে হাঁচি দিতে সবার লাগে ভালো!

১৮৩৯ পঠিত ... ০৪:৪১, এপ্রিল ০১, ২০২০

 

‘এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো,
রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো।‘
মানুষ সেথায় নিজের ক্ষতি করায় দরাজ দিল;
‘ডাঙ্গায় চরে রুই কাতলা জলের মাঝে চিল!’
‘সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি-ইঁদুর দেখে’;
কেউ শেখে না দেখে কিছু, সবাই শেখে ঠেকে!
‘অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো’;
পরের মুখে হাঁচি দিতে সবার লাগে ভালো!
‘মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে’;
আদেশ দিয়েও লোকজনকে যায় না রাখা ঘরে!
‘ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে’;
লোকজনে পথ নোংরা করে কেবল থুতু ফেলে!
‘জিলিপি সে তেড়ে এসে, কামড় দিতে চায়’;
মানুষগুলো কুড়াল মারে নিজেই নিজের পায়!
‘ডাঙায় ভাসে নৌকা-জাহাজ, গাড়ি ছোটে জলে’;
করোনাতেও মানুষজনে ঘোরে দলে দলে!
‘চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার’;
যোগীন্দ্রনাথ মজার কথা বলবে কত আর!

১৮৩৯ পঠিত ... ০৪:৪১, এপ্রিল ০১, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top