মনারে মনা, কোথায় যাস?
বাইরে গিয়ে খেলব তাস।
আর কে কে যায়?-
বন্ধু সব
তোর মতো সব গো-গর্দভ?
সবার মাথায় অনেক জ্ঞান
তাইলে বাহির হবি ক্যান!
বাইরে গেলে লাভ না লস?
সেসব পরে ভাববো, বস!
মনা যদি বাইরে যাস!
করোনাতে হইবি লাশ।
ভাবিস নারে হইবি পার
মাফ করে দেন হাবীব স্যার।
বাইরে যেতে লাগছে ভয়
এই তো মনা গুড বয়!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন