কবির দুচোখ সাদা, তাতে এক ফোঁটা নেই লালও!

৫৭৮ পঠিত ... ০৭:০৬, মার্চ ৩১, ২০২০

 

‘আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।‘

খুশি হবেন শুনে
দরজা খোলার ভেজালে নাই নির্মলেন্দু গুণে।
নো বাইরে ঘোরাঘুরি, কত যে যুগ পরে!
করোনাতে আটক আছেন কবি নিজের ঘরে।
ঘরের ভেতর কবি আছেন, ঘর করে না খা খা
ফ্যান থামিয়ে কবির হাতে উঠেছে হাত পাখা!
কবির হাতেই সকল কিছু ঘরের ভেতর যা যা
জল, নুন বা শুকনো মরিচ, বা পাটশাক ভাজা।

সবচাইতে সুখের খবর শুনলে লাগে ভালো
কবির দুচোখ সাদা, তাতে এক ফোঁটা নেই লালও!

৫৭৮ পঠিত ... ০৭:০৬, মার্চ ৩১, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top