নজরুলিস্লামখান

১১৩৯ পঠিত ... ২৩:১৯, নভেম্বর ২৯, ২০১৮

কী যে হলো কী যে হলো খালি চুলকাচ্ছে

তাই দেখে তোর বুঝি খুব হাসি পাচ্ছে!

হাসছিস কেনো তুই? এটা রোগ চর্মের

সকলেরই এটা হয়, সব জাত ধর্মের।

 

এর থেকে দূরে থাকা নয় সোজা কর্ম

বিশেষজ্ঞের নাম 'যৌন ও চর্ম'।

সেকারণে অনেকেই দেখায় না ডাক্তার

রোগী হয় খুবই ক্ষ্যাপা কাটা যায় নাক তার।

যত্রতত্র শুরু চুলকানী একসন

দরকার পড়ে তার মোটা ইঞ্জেকসন।

 

আপাতত খানিকটা দে রে বাবা চুলকে।

--কাকে? নজরুলকে!

১১৩৯ পঠিত ... ২৩:১৯, নভেম্বর ২৯, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top