ওরে ভাই, টাকা রাখি কোনখানে কহ না!

৯৫৬ পঠিত ... ২১:০৬, সেপ্টেম্বর ২৮, ২০১৯

'পৃথিবীটা কার বশ?

পৃথিবী টাকার বশ।‘

 

সেই টাকা নিয়ে আছি বড় দিগদারিতে

টাকা রাখা যাচ্ছে না ঘরে, বাসা-বাড়িতে।

টের পেয়ে যেতে পারে গার্ড, বুয়া, হকারে

এত টাকা রাখা যায় ব্যাংকের লকারে?

লকার তো ছোটোখাটো, আঁটে শুধু গহনা

ওরে ভাই, টাকা রাখি কোনখানে কহ না!

 

কী বললে! রেখে দেবো অফিসের ড্রয়ারে?

সব টাকা দিয়ে দেবো শাকিব বা জয়ারে!

নেতাদের দিয়ে দেবো? সেটা হবে চালাকি!

যাঁর টাকা সে-ই বোঝে হারানোর জ্বালা কী!

মরা ছাড়া গতি নাই টাকাগুলো হারালে

টাকাগুলো নিতে হবে সকলের আড়ালে।

 

কত টাকা! জানি না তো, গুনি? কক্ষনো না 

জানি, ধরা খেলে র‍্যাব করে দেবে গণনা।

৯৫৬ পঠিত ... ২১:০৬, সেপ্টেম্বর ২৮, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top