বই কিনে কেউ দেউলিয়া হয় না

১৭২৪ পঠিত ... ১৬:৩৭, আগস্ট ৩১, ২০১৯

 

যেদিকে তাকাই হতাশা হতাশা
জ্ঞানে নেই ভারসাম্য
বালিশের সাথে বইয়ের তুলনা!
বাঙালি আসলে গ্রাম্য।

‘ব’ দিয়ে শুরু বই ও বালিশ
মিল শুধু এক অক্ষর
কোন যুক্তিতে বইয়ের সঙ্গে
বালিশ লাগাবে টক্কর!

শুধু তুলা দিয়ে বালিশ ভর্তি,
বিদ্যা বইয়ের ভিতরে
বালিশের সাথে বইয়ের তুলনা
করে দুর্মুখ, ইতরে।

বালিশ মানেই অলস লোকের
দুপুরে, রাত্রে নিদ্রা
বই নিয়ে থাকে জ্ঞানী লোকজন
এবং চিন্তাবিদরা।

কম দামী মানে কম কম জ্ঞান,
বেশি দামে জ্ঞান উচ্চ
কম দামে কেউ কখনও পেয়েছে
রঙিন ময়ূরপুচ্ছ?

বই কেনা নিয়ে যেসব মূর্খ
নীতির প্রশ্ন তুলল
তাঁরা নিশ্চিত এটাই জানে না
জ্ঞানের কতটা মূল্য।

পাঁচ হাজার থেকে পঁচাশি হাজার
কী এমন পার্থক্য!
বই কিনে কেউ দেউলিয়া হয়?
দেউলিয়া হওয়া লক্ষ্য!

যে সকল বই ঠিকঠাক রাখে
তোমার আমার স্বাস্থ্য
সেটা কেনা নিয়ে কিছু যদি বলো
রাখব না তবে আস্ত।

১৭২৪ পঠিত ... ১৬:৩৭, আগস্ট ৩১, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top