মণি’র ছেলেটি আসিয়া বলিল হানিফের ছেলেটিকে...

২৬৪৯ পঠিত ... ১৫:০০, ডিসেম্বর ২৯, ২০১৯

মণি’র ছেলেটি আসিয়া বলিল হানিফের ছেলেটিকে
ভাবিতেছ বুঝি এইবারও তুমি কোনোমতে গেলে টিকে!

কোনো লাভ নাই যত যোগ দাও ছিঁচকাঁদুনীর দলে
মশারা কখনও মরে নাকি ভায়া খুচরা চোখের জলে!

ডেঙ্গুকে ডাহা গুজব বলিয়া ভেজাল ওষুধ কিনে
ঢাকা দক্ষিণবাসীকে সত্যি আটকে ফেলেছ ঋণে।

নির্বোধ চ্যালা সকল সময়ে বিপদ ডাকিয়া আনে
নিজ নাম লেখা ডাস্টবিনগুলি খুঁজে পাও কোনোখানে?

ব্যারিস্টারের সঙ্গে লড়াই ভেবেছ সোজার সোজা!
কয় ক্লাশ তুমি পড়া পড়িয়াছ যাইতেছে সেটা বোঝা।

ফুটপাত থেকে ওঠা চাঁদা কভু লাগে না বিশেষ কাজে
শুনিতে কি পাও, ঐ শোনা যায় বিদায়ের বাঁশি বাজে।

তাপসের কাছে আপোষে খোকন রাজত্ব দাও ছাড়ি
স্টেশনে বসিয়া লাভ নাই কোনো চলে গেছে রেলগাড়ি।

২৬৪৯ পঠিত ... ১৫:০০, ডিসেম্বর ২৯, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top