যেই গাড্ডায় পড়ছি রে ভাই, দেখতেছি না আশা!

৭৪৮ পঠিত ... ১৫:১৭, জানুয়ারি ২০, ২০২০

যেই গাড্ডায় পড়ছি রে ভাই! দেখতেছি না আশা
অনেক খুঁজেও চিনতেছি না নিজেই নিজের বাসা।

বাসা তো এইখানেই ছিলো আজকে সকালবেলা!
বাসাটা কি উইড়া গেল? বাসা কোথায় গেলা?

বাসার কাছে দোকান যেটার শাটার থাকে টানা
সেইটাও তো দেখতেছি না! চোখ কি আমার কানা!

এই গলিতে হইছি বড় ধুলাবালি মেখে!
হঠাৎ করে চায়ের দোকান গজাইলো কই থেকে?

ঘোরার উপর ঘুরতে আছি। পড়ছি একী প্যাঁচে
কবে থেকে এই রাস্তায় চিতই, ভাপা বেচে!

পথের উপর ঝুলাইলো কে এত্ত দড়ি-দাড়া!
কিছুই তো আর দেখতেছি না ব্যানার-ট্যানার ছাড়া।

হাজার হাজার পোস্টারে তো ঘর-বাড়ি সব ঢাকা
হলুদ রঙের বাড়িটা কই? বলতে পারেন কাকা!

ইশারাতে কন কী কাকা? বয়রা নাকি কানে!
কী কইলেন! কানটা গ্যাছে নির্বাচনের গানে!

নির্বাচনের ডামাডোলে ফাঁসছি এমন ফাঁসা
অনেক খুঁজেও চিনতেছি না নিজেই নিজের বাসা।

৭৪৮ পঠিত ... ১৫:১৭, জানুয়ারি ২০, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top