সিঞ্জি থাইক্যা গুলশানে নাইম্যা আইলো সিংগ

১১৩৮ পঠিত ... ২২:১০, ডিসেম্বর ১০, ২০১৮

সিঞ্জি থাইক্যা গুলশানে
নাইম্যা আইলো সিংগ
তাই না দেইখা নাইচ্যা নিলো
সব তৃতীয় লিংগ!

সিংগয় কয় আমি রাজা
গুলশান আমার রাইজ্য
আগে আমায় সেলাম ঠোকো,
পরে বাদাম ভাইজ্য।

ওরে আমার খুদা!
সিংগ দেখি আর কেউ না
স্যার নাজমুল হুদা!!

১১৩৮ পঠিত ... ২২:১০, ডিসেম্বর ১০, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top