মন্ত্রীত্ব গেলেও জেনো হাসতে ভালোবাসি!

১৮২৬ পঠিত ... ০১:৫১, জানুয়ারি ০৮, ২০১৯

ক্যারিকেচার: সাদাত, ডেইলি স্টারের সৌজন্যে

মন্ত্রীরা নেয় শপথ, দেখি

বুঝতে সবই পারি

বইসা বইসা তোমরা সবাই

মারতেছ টিটকারি।

 

হাসির দোষে চাকরি গেল!

খারাপ আমার হাসি?

মন্ত্রীত্ব গেলেও জেনো

হাসতে ভালোবাসি।

 

ভাবছ আমার ক্ষমতা শ্যাষ?

হায় বাঙালি গাধা!

টের পাও নাই তোমার জীবন

আমার সুতায় বাঁধা।

 

রাজপথে না নাইম্যা তুমি

কোথায় যাবা? বলো!

যেইখানে যাও পেছন পেছন

বাস করবে ফলো।

 

আমার বাসের গুঁতায় তোমার

সাঙ্গ হবে লীলা

বুঝবা তখন সারাজীবন

কত্ত বোকা ছিলা।

 

বোকা বলেই বুঝতেছ না

কার কপালে শনি

আমায় নিয়া মজাক করো!

কাটতেছ টিপ্পনি!

 

যায় আসে না কিচ্ছু আমার

তোমগো উপহাসে

সবুর কর। টের পাইবা

শেষ হাসি কে হাসে!

১৮২৬ পঠিত ... ০১:৫১, জানুয়ারি ০৮, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top